এই মাত্র কিছুদিন আগেই ন্যুনতম অষ্টম শ্রেণী পাসে রাজ্য বন দফতরের তরফ থেকে বন সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে আবারও নতুন করে ন্যুনতম অষ্টম পাস যোগ্যতায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে গ্ৰুপ ‘ডি’ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। ন্যুনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই নারী পুরুষ নির্বিশেষে বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশদে আলোচনা করা হল।
নিয়োগের স্থান:-
রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকারি হোস্টেল গুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক গ্ৰুপ ‘ডি’ সহ অন্যান্য কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদ গুলির নাম:-
এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নেওয়া হবে। তার মধ্যে কয়েক ধরনের গ্ৰুপ ‘ডি’ ক্যাটাগরির পদ রয়েছে। সেগুলি হল-
• Cook
• Helper
• Darwan-cum-Night Guard
• Karmabandhu
এছাড়াও বাকি যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-
• Caretaker
• Matron
• Superintendent
পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পদ গুলির মধ্যে Cook, Helper, Darwan-cum-Night Guard, Karmabandhu এই চার ধরনের পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
Caretaker ও Matron পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
Superintendent পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনের পরিমাণ:-
এক্ষেত্রে প্রতিটি পদে নিযুক্ত কর্মীদের জন্য আলাদা আলাদা পরিমাণ মাসিক বেতন স্থির করা হয়েছে। যেমন-
Superintendent পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Caretaker ও Matron পদে নিযুক্ত কর্মীদের ৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Cook পদে নিযুক্ত কর্মীদের ৪,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Helper ও Karmabandhu পদে নিযুক্ত কর্মীদের ৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
এবং Darwan-cum-Night Guard পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
উল্লেখিত পদ গুলির মধ্যে যে কোনো একটিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৫-৭ নং পৃষ্ঠা পর্যন্ত অফলাইন আবেদন পত্রের ফরম্যাট দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) তারপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।
৪) তারপর সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) সবশেষে এই সবকিছু একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে তুলে উপর নির্দিষ্ট স্থানের ঠিকানা ও যে পদের জন্য আবেদন করবেন তার নাম লিখে নির্ধারিত তারিখের মধ্যে পোস্টের মাধ্যমে বা নিজের হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
উল্লেখিত পদ গুলির মধ্যে Cook, Helper, Darwan-cum-Night Guard এবং Karmabandhu পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
Caretaker, Matron ও Superintendent পদের ক্ষেত্রে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা ও ২৫ নম্বরের একটি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) MP/MLA/SDO/BDO/Municipality Councilor/Panchayat Pradhan এর সই করা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৪) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-
প্রতিটি পদের জন্যই আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ১ লা জুন থেকে। আর তা চলবে আগামী ১৪ ই জুন বিকেল ৪ টে পর্যন্ত।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে। ঠিকানাটি হল-
Office of the Project Officer-cum-
District Welfare Officer, Backward
Classes Welfare & Tribal
Development, Malda, Cemetery
Road Near BT College, PO-
Malda, PS-English Bazar, Dist-
Malda, Pin-732101.
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE