রাজ্যের ন্যুনতম অষ্টম শ্রেণী পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের ঘোষণা। পশ্চিমবঙ্গে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় জেলা ভিত্তিক গ্ৰুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত সফল হবেন তাদেরকে দৈনিক মোটা বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। সুতরাং আর দেরি না করে আজকের দিনে দাঁড়িয়ে এতো কম যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ার এই সুযোগকে হাতছাড়া না করে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন। আর আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।
শূন্যপদের নাম ও সংখ্যা:-
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রনের জন্য ১০০ জন হোমগার্ড নিয়োগ করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
জায়গা গুলির নাম:-
পশ্চিম মেদিনীপুরের যে সব থানা গুলির অধীনে হোমগার্ড নিয়োগ করা হবে সেগুলি হল-
• কোতয়ালি
• শালবনী
• খড়গপুর লোকাল
• ডোবরা
• দাঁতন সহ আরও আটটি থানার অধীনে হোমগার্ড পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও দৈহিক মাপজোখ:-
হোমগার্ড পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে আরও বেশি শিক্ষাগত যোগ্যতার অধিকারী যেসব চাকরিপ্রার্থীরা তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য। এক্ষেত্রে একজন পুরুষ আবেদনকারীর দৈহিক উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ওজন হতে হবে অন্তত পক্ষে ৫১ কেজি। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২ সেমি এবং ওজন হতে হবে অন্তত পক্ষে ৪৪ কেজি। এছাড়াও আবেদনকারীকে অতি অবশ্যই বাংলা ভাষা লিখতে ও বলতে জানতে হবে।
বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ:-
হোমগার্ড পদে নিযুক্ত কর্মীদের দৈনিক ৫৬৫ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার কারন এখানে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হলে যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আবেদনকারী যে থানার হয়ে কাজ করার জন্য আবেদন করবেন সেই থানায় গিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
২) তারপর সেই আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে আবেদন পত্র টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৩) এরপর এক এক করে অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৪) সবশেষে পূরন করা আবেদন পত্র সহ এই সমস্ত জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে থানা থেকে আবেদন পত্র সংগ্রহ করেছিলেন সেই থানাতে গিয়েই জমা দিয়ে আসতে হবে। তাহলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স।
৩) অষ্টম শ্রেণী পাস করা থেকে শুরু করে কারোর যদি আরও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স।
৪) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন প্রক্রিয়া:-
হোমগার্ড পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে দৌড় ও শারীরিক মাপজোখ পরীক্ষা করার জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
সংশ্লিষ্ট শূন্যপদের জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৭/০২/২০২৩ পর্যন্ত। তাই হাতে আর খুব একটা বেশি সময় নেই। সুতরাং যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে যাওয়ার পর প্রেরন করা আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।