আপার প্রাইমারির নিয়োগ খুব দ্রুতই, ভোটার আগেই নিয়োগ , এই পরিপেক্ষিতে ১ ডিসেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক

আপার প্রাইমারির নিয়োগ করতে হবে খুব দ্রুতই সম্ভবত ভোটের আগেই এই পরিপেক্ষিতে ফার্স্ট ডিসেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক


2015 সালে হয়েছে আপার প্রাইমারি চাকরির পরীক্ষা এবং 2017 সালের রেজাল্ট দেওয়া হয়েছে, তারপরে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল আইনি জটে।এরপর বহু ঝুট-ঝামেলার পড়ে যেসব চাকরিপ্রার্থীরা পাস করেছিল তারা অনেকেই ইন্টারভিউয়ে ডাক পায়।দীর্ঘদিন হয়ে গেলো এইসব চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছে ঠিকই কিন্তু  এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আবারও আইনি জটে জড়িয়ে  রয়েছে দীর্ঘদিন ধরে। 

তাই এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে তাদের নিয়োগ প্রক্রিয়ার না হয়ায়  এবং এটি আইনী জটে জড়িয়ে থাকায় সরকারের বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে 1 ডিসেম্বর। তাই এই হবু শিক্ষকেরা তাদের চাকরি সুনিশ্চিত করতে আগামী 1 ডিসেম্বর বেলা এগারোটার সময় করুণাময় বাসস্ট্যান্ডে উপস্থিত থেকে আমাদের এই বৃহত্তর আন্দোলনের সূত্রপাত করতে চায়।

 

আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ অনিয়মের কথা উঠে। 2014 সালের যে বিজ্ঞপ্তি অনুযায়ী 2015 সালে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া সময় দেখা যায় সেই নিয়মে মানাই হচ্ছে না যারা প্রশিক্ষিত নয় তারা ইন্টারভিউর ডাক পেয়েছে কিন্তু 2014 সালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যারা প্রশিক্ষিত তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু বহু প্রশিক্ষিত  প্রার্থী থাকা সত্ত্বেও অপ্রশিক্ষিত প্রার্থীরা ইন্টারভিউ এ  ডাকা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালতে দায়ের করা হয়েছে মামলা। 
এইসব বহু অনিয়ম থাকায় এবং স্বচ্ছভাবে নিয়োগ না হওয়ায় চাকরিপ্রার্থীরা হীনমন্যতায় ভুগছে।  তাই তারা যাতে খুব দ্রুত চাকরি পায় সেই উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং সরকারের কাছ থেকে তারা তাদের দাবি আদায় করে নেবে। যেখানে আপার প্রাইমারি নিয়োগের কথা ছিল সেখানে আপার প্রাইমারি নিয়োগ না করে সরকার আবার নতুন করে প্রাইমারির নিয়োগ করছে তাই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিশেষ করে এই আন্দোলনের ডাক দিয়েছে।

Leave a Comment