আবারও উচ্চ মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গেই বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ | WB Bandhan bank Recruitment

 

আবারো আজি নতুন করে বন্ধন ব্যাঙ্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।National Career Service(NCS) Website এই খবরটি প্রথম প্রকাশিত হয়েছে। এখানে কর্মী নিয়োগ করার জন্য বন্ধন ব্যাংক এর তরফ থেকে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে Administration/Back Office Activities পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রচুর শূন্য পদ রয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। নিচে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি অনলাইনে আবেদনের লিংক দেওয়া আছে।


পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল – Administration/Back Office Activities.


অনলাইনে আবেদন শুরু:
এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 07.12.2021 তারিখ থেকে।


মোট শূন্যপদ:
এখানে মোট দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে দুটি বিজ্ঞপ্তি মিলিয়ে সর্বমোট 73 টি শূন্য পদ রয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে মোট 36 টি শুন্যপদ রয়েছে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে মোট 36 টি শুন্যপদ রয়েছে।


বয়সসীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 29 বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ(10+2) হতে হবে। আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলেও এখানে আবেদন পারবেন।


বেতন :
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে Rs.14300/- থেকে Rs. 22300/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের লিংক থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাকে https://www.ncs.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।


নিয়োগের স্থান:
আপনাকে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশেপাশের যেকোনো বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে।

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করে নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
👉7044658694

এই খবরটি প্রকাশিত হয়েছে কেন্দ্র সরকারের চাকরির অফিশিয়াল পোর্টাল National Career Service(NCS) Website.

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন গুলো থেকে জেনে নিতে পারবেন এবং এখান থেকেই আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।



বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment