রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন করে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে নিয়োগের সুখবর। এইমাত্র দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরই মধ্যে আবারও নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে মিড ডে মিল প্রকল্পের অধীনে জেলা ভিত্তিক গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সারা রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে মিগ ডে মিল প্রকল্পের অধীনে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Assistant Accountant
• Mid Day Meal Co-Ordinator
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-
Assistant Accountant-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কমপক্ষে ৫ বছরের Accounts এর কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Mid Day Meal Co-Ordinator-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই একজন রিটায়ার্ড WBCS অফিসার হতে হবে। এই পদের ক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে হলে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে বেশ কিছু কাজ সেরে রাখতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও বিস্তারিত ভাবে কিছু জানার থাকলে তা জেনে নিতে হবে।
৩) এরপর সেই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় বায়োডাটার আকারে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৪) এরপর সেই ফর্মে আপনার নিজের নাম, বাবার/স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৫) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে। সবকিছু হয়ে গেলে এটিকে যত্ন করে নিজের কাছে রেখে দিতে হবে। ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড ও আধার কার্ড এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) PPO নম্বর লেখা প্রমান পত্রের অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) দুই কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৫) আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্র এর অরিজিনাল কপি।
নিয়োগ পদ্ধতি:-
মিড ডে মিল প্রকল্পের অধীনে উপরিউক্ত শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগ করা হবে একটি ১০ মিনিটের টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এই দুটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
মিড ডে মিল প্রকল্পের অধীনে উপরিউক্ত শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগ করার জন্য আগামী ১৬ ই মার্চ ২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে উপরিউক্ত ডকুমেন্টস গুলি সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
Office Chamber Of The Additional
District Magistrate (Dev), Hooghly,
Old Corporate Building, 1st Floor,
Chinsura, Hooghly.