পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের ঘোষণা। সারা রাজ্য জুড়ে গড়ে ওঠা প্রতিটি ব্লকের অধীনে কোনো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই অসংখ্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এই ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কম্পিউটার টাইপিং, কম্পিউটারে ডেটা এন্ট্রি ও ইন্টারনেট সম্পর্কিত জ্ঞান থাকলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের দৈনিক মজুরি হিসেবে মোটা অংকের টাকা বেতন দেওয়া হবে। তাই রাজ্যের সকল বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কোনো উচ্চশিক্ষাগত যোগ্যতা ছাড়া এমনকি কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র কম্পিউটার নলেজ এর ভিত্তিতে রাজ্য সরকারের অধীনে দৈনিক মোটা বেতনের চাকরির এই সুবর্ন সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত কি কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে?
২০২১ সালের জানুয়ারি মাস থেকে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলায় চালু করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। মূলত সকল ধরনের সরকারি পরিষেবা গুলি রাজ্যের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই মাননীয়া মুখ্যমন্ত্রী এই দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা করেছিলেন। আর সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক মাস ছাড়া ছাড়াই রাজ্য জুড়ে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবারের আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী নভেম্বর মাসে। এই আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পের যাবতীয় কম্পিউটার সংক্রান্ত কাজ করার জন্য প্রত্যেক ব্লক থেকে কিছু সংখ্যক করে বেকার যুবক যুবতীদের এই ডেটা এন্ট্রির কাজের সুযোগ করে দিচ্ছেন ব্লক আধিকারিক। এক্ষেত্রে যে চাকরিপ্রার্থী যে ব্লকের বাসিন্দা তাকে সেই ব্লক থেকেই নিয়োগ করা হবে।
কী ধরনের কাজের জন্য নিয়োগ করা হবে?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের যে যে দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল-
১) দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ আরও যে সব প্রকল্প গুলি রয়েছে সেগুলির জন্য আবেদনকারী নাগরিকদের ফর্ম গুলি কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করার কাজ করতে হবে।
২) এছাড়াও যখন দুয়ারে সরকার ক্যাম্প থাকবে না তখন তাদেরকে নিজ নিজ ব্লক অফিসেই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপের কাজ দেওয়া হবে।
এই কাজ করার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?
দুয়ারে সরকার ক্যাম্পে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করার জন্য আবেদন করতে হলে কোনো উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন নেই। এক্ষেত্রে কেবলমাত্র কম্পিউটার টাইপিং, কম্পিউটারে ডেটা এন্ট্রি ও ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জ্ঞান থাকলেই যে কোনো ১৮ উর্ধ্ব বেকার চাকরিপ্রার্থীর এই কাজের জন্য আবেদন করতে পারবেন।
এই কাজে নিয়োজিত কর্মীদের কত টাকা করে বেতন দেওয়া হবে?
প্রতিটি ব্লক অফিসের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত প্রতিটি কর্মীকে দৈনিক ৫০০ টাকা করে অর্থাৎ মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
এই কাজ করতে হলে কোথায় কিভাবে গিয়ে আবেদন করতে হবে?
দুয়ারে সরকার ক্যাম্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এক্ষেত্রে যে চাকরিপ্রার্থী যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে গিয়ে সেখানকার ডেটা এন্ট্রি আধিকারিক বা এই ধরনের কম্পিউটার ভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে দেখা করতে হবে। তারপর তাদের যদি প্রয়োজন হয় এবং চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলার পর ব্লক আধিকারিক এর যদি তাকে এই কাজের জন্য উপযুক্ত বলে মনে হয় তাহলে তাকে এই কাজের সন্বন্ধে বিস্তারিত ভাবে সবকিছু বুঝিয়ে বলে দেবেন এবং প্রয়োজন মতো কাজে বহাল করবেন।
দুয়ারে সরকার ক্যাম্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে ইচ্ছুক হলে যত শীঘ্র সম্ভব আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লক অফিসে যান এবং সেখানকার আধিকারিকের সঙ্গে দেখা করে এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে জেনে নিন।