রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সরকারি স্কুল গুলিতে Mid Day Meal প্রকল্পে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র একটি সাধারণ ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনি এখানে চাকরি পেতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্যের সরকারি স্কুল গুলিতে Mid Day Meal প্রকল্পের অধীনে Supervisor পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হলে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো আবেদন করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে চাকরিপ্রার্থীদের নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে এবং ইন্টারভিউয়ের দিন সেটি সাথে করে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো বায়োডাটার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৮) রিটায়ারমেন্ট সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৯) PPO নম্বর লেখা প্রমান পত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
১০) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা (যদি থাকে)।
বয়সসীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ:-
Supervisor পদে নিযুক্ত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে Extension Officer/Upper Division Assistant জাতীয় পদের একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। সেইসঙ্গে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। কোনো আবেদনকারীর যদি Account Keeping/School Management এর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
উক্ত শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ৪ ঠা মার্চ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের অন্তত আধ ঘন্টা আগে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
Block Development Office,
Raina-I.