আপনি কি একজন উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক? কিন্তু সরকারি হোক বা বেসরকারি, ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে হলে যেহেতু ন্যুনতম স্নাতক ডিগ্রি পাসের প্রয়োজন হয় তাই ব্যাঙ্কের চাকরির আশা ছেড়ে দিয়েছেন? তাহলে এই খবরটি বিশেষ করে আপনার জন্য। HDFC ব্যাঙ্ক দিচ্ছে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় দুর্দান্ত চাকরির সুযোগ। সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নীচে এই নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
HDFC ব্যাঙ্কের পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হল- Data Entry, Back Office, Administration ইত্যাদি।
শূন্যপদের সংখ্যা:-
এক্ষেত্রে প্রতিটি পদ মিলিয়ে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাই আপনি যদি আবেদন করতে যোগ্য ও আগ্ৰহী হয়ে থাকেন তাহলে এই সুযোগ কোনো ভাবেই হাতছাড়া করবেন না।
কাজের ধরন:-
HDFC ব্যাঙ্কের অধীনে উক্ত পদ গুলিতে নিযুক্ত কর্মীদের KYC ভেরিফিকেশন, সোস্যাল মিডিয়া ব্যাবহার সহ ব্যাক অফিস সংক্রান্ত যাবতীয় কাজ করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করা যাবে। আর যেহেতু ব্যাঙ্কের ব্যাপার তাই কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি। তবে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাসে নিয়োগ করা হলেও আপনারা যারা উচ্চশিক্ষিত তারাও এক্ষেত্রে সমান ভাবে আবেদনের যোগ্য।
বয়সের মাপদন্ড:-
HDFC ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত হওয়া উপরিউক্ত প্রতিটি শূন্যপদেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। অর্থাৎ তাকে ৭/০৭/১৯৯১ থেকে ৭/০৭/২০০৫ এর মধ্যে জন্মগ্ৰহন করে থাকতে হবে।
মাসিক বেতনের পরিমাণ:-
নিয়োগ প্রক্রিয়ার শেষে উক্ত পদ গুলিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৪,৫০০-২৫,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। তার সঙ্গে পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভের ব্যাবস্থাও রয়েছে।
নিয়োগের স্থান:-
যেহেতু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় HDFC ব্যাঙ্কের অসংখ্য শাখা গড়ে উঠেছে তাই সারা রাজ্যের যে কোনো জেলার যে কোনো শাখায় আপনাকে নিয়োগ করা হতে পারে।
আবেদন করার নিয়মাবলী:-
HDFC ব্যাঙ্কের তরফে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে সবার আগে আপনাকে HDFC ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের সুবিধার জন্য এই প্রতিবেদনের শেষে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই লিঙ্কে সরাসরি ক্লিক করেও আবেদন করতে পারবেন।
১) আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৩) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম এর আকারে যে নতুন পেজ Open হবে সেখানে নির্দিষ্ট জায়গায় সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
৪) সবশেষে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ও নির্ধারিত আবেদন মূল্য অনলাইনে জমা দিয়ে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদনের ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট।
৩) আধার কার্ড বা ভোটার কার্ড।
৪) কালার পাসপোর্ট সাইজ ফটো।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৭) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে প্রতিটি পদের জন্যই আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য কর্মীদের Hiring Recruiter দের মাধ্যমে এবং আরও অন্যান্য কয়েকটি পদ্ধতির মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনকারীরা আগামী ২১ শে জুন ২০২৩ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।