আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনে উচ্চ বেতনে একটা ভালো চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্র গুলিতে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতের যে কোনো জায়গা থেকে সকল নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আবেদন পদ্ধতি:-
কৃষি বিজ্ঞান কেন্দ্র গুলির অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে অফলাইনের মাধ্যমে জানতে হবে। কারন এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। আবেদনের ক্ষেত্রে যা করতে হবে তা হল-
১) একেবারে শুরুতেই এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৬-৯ নং পৃষ্ঠা জুড়ে দেওয়া অ্যাপ্লিকেশন ফরমাটের প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) তারপর সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন নাম, ঠিকানা, ই-মেইল আইডি, ফোন নাম্বার, জেন্ডার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এবং ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিতে হবে।
৫) এরপর সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) এরপর নির্ধারিত আবেদন মূল্য নেট ব্যাঙ্কিং/আর.টি.জি.এস এর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে।
৭) সবশেষে পূরণ করা আবেদন পত্র সহ সকল সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি একসাথে খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এক্ষেত্রে সকল প্রকার শূন্যপদ গুলিতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে ঠিক কি উপায়ে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশনে কিছু জানানো হয়নি। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদ সম্পর্কিত বিবরণ
শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রনাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্র গুলিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Junior Steno cum Computer Operator
• Farm Manager
• Programme Assistant
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
Junior Steno cum Computer Operator-
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ও মহিলাদের ৫ বছর এবং শারীরিক ভাবে প্রতিবন্ধীদের ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Farm Manager-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Agriculture/Horticulture এ ব্যাচেলর ডিগ্ৰি ও মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে উপরিউক্ত পদের নিয়মেই সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা ও মহিলা প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Programme Assistant-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান ও মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থী ও মহিলা প্রার্থীদেরকে উপরিউক্ত পদ গুলির মতো বয়সের ছাড় দেওয়া হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরকেও প্রতি মাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় তথ্যাবলী:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় তথ্য গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নির্ধারিত আবেদন মূল্য:-
উপরিউক্ত প্রতিটি পদের জন্যই আবেদনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে এবং সংরক্ষিত ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের ৩০০ টাকা করে জমা দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
কৃষি বিজ্ঞান কেন্দ্র গুলির অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং তা চলবে আগামী ২০/০৫/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। ঠিকানাটি হল👇
Registrar, Odisha University of
Agriculture and Technology(OUAT),
Bhubaneswar-751003, Odisha.