এই দশটি উপায়ে ঘরে বসে অনলাইনে মোবাইল দিয়ে প্রতি মাসে ইনকাম করুন এক লক্ষ টাকা, শীঘ্রই জানুন | Online Business

 

বেশ কিছু বছর আগের পৃথিবীর সঙ্গে আজকের পৃথিবীর আকাশ জমিন পার্থক্য। সেই সময়কার সামাজিক পরিস্থিতিই এমন ছিল যে এইসব স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যাপারগুলি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে সারা বিশ্বের সর্বত্রই সবকিছু হয়ে গেছে ডিজিটাল। তা সে লেখাপড়াই হোক বা যাবতীয় অফিসিয়াল কাজকর্ম বা মানুষের দৈনন্দিন জীবনযাপন। সব কিছুই বর্তমানে হয় অনলাইন ওয়ে তে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অর্থাৎ দিন শুরু করা থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত ২৪ ঘন্টাই মানুষকে ইন্টরনেটের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে হচ্ছে। আর সেই কারণেই বর্তমান যুগে কিছু সংখ্যক মানুষ এই ইন্টারনেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাড়িতে বসেই নিজেদের উপার্জনের পথ প্রশস্ত করেছেন। তাও আবার কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে। 

      দীর্ঘ দু-বছর যাবৎ সারা বিশ্ব জুড়ে চলা করোনা মহামারীর কারনে নিজেদের জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়েছেন বিশ্বের প্রতিটি স্থানের বহু মানুষ।  তাই রোজগারের সন্ধানে তারা প্রতিনিয়ত এদিক সেদিক ছুটে চলেছেন। তাছাড়াও বর্তমান অগ্নিমূল্যের বাজারে দাঁড়িয়ে যারা নিজেদের জীবিকার মাধ্যমে খুব একটা বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন না তারা নিজ নিজ জীবিকার পাশাপাশি কিছু অতিরিক্ত আয় করার চেষ্টা করেন। যাতে করে সংসারে একটু আর্থিক স্বচ্ছলতা আসে। আর তাই বর্তমান যুগে কিছু সংখ্যক মানুষ নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করে টাকা ইনকাম করছেন। 

      আর সবচাইতে বড়ো বিষয় হল এইসব কাজ গুলি করার জন্য কোনো রকম আইটি কোর্সের ডিগ্ৰি বা সার্টিফিকেট থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারনেটের ব্যাবহার জানলে আর একটা স্মার্টফোন বা ল্যাপটপ থাকলেই বেশ কয়েকটি অনলাইন আর্নিং ওয়েবসাইট ও অ্যাপ আছে যেগুলির মাধ্যমে আপনি বাড়িতে বসে অতি সহজেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেইসব অনলাইন ইনকামের উপায় গুলির মধ্যে সেরা ১০ টি উপায়ের সন্বন্ধে জেনে নেওয়া যাক। 

১) ওয়েবসাইটে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম:-

Nielson, InboxDollers ইত্যাদি জাতীয় কয়েকটি ভিডিও দেখার ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনি নিজের অবসর সময়ে কয়েকটি শর্ট ভিডিও দেখতে পারবেন। আর এইসব ভিডিও গুলি দেখার দরুন উপরিউক্ত এইসব ওয়েবসাইট গুলি আপনাকে টাকা দেবে। যার ফলে আপনার ইনকাম হবে।

২) ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে ইনকাম:-

NeoBux, BuxP ইত্যাদি ধরনের বেশ কিছু আর্নিং ওয়েবসাইট আছে। সেগুলিতে প্রবেশ করে সেখানে যেসব অ্যাড গুলি দেখতে পাবেন সেগুলিতে ক্লিক করেও আপনি ইনকাম করতে পারবেন। কারন সেখানে অ্যাড দেখার জন্য এই  NeoBux, BuxP ইত্যাদি ওয়েবসাইট গুলি টাকা দিয়ে থাকে ‌।

৩) ওয়েবসাইট প্রুফ রিডিং:-

Enroll, UseTesting, Testing time ইত্যাদি জাতীয় এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলি নিজেদের লেখাগুলি প্রুফ রিডিং এর জন্য ওয়েবসাইটে আপলোড করে। আর সেই লেখা গুলি পড়ে আপনি যদি ডেভেলপারদের সেইসব লেখা গুলিতে যেসব ভুল ত্রুটি থাকবে সেগুলি জানাতে পারেন তাহলে তার দরুন সেইসব ডেভেলপাররা আপনাদেরকে বেশ ভালো পরিমাণ টাকাই দেবেন। তবে তার জন্য আপনাদেরকে ওই ওয়েবসাইটটির ডিজাইন এর বিষয়ে, ওয়েবসাইট টি দেখে আপনার কিরুপ প্রতিক্রিয়া হল সেই বিষয়ে, ওয়েবসাইটটির কার্যকারিতা ইত্যাদির সন্বন্ধে সমস্ত বিবরন ডেভেলপারদের কাছে দিতে হবে। 

৪) সোস্যাল মিডিয়ার মাধ্যমে স্পনসরড প্রোডাক্ট প্রোমোট:-

Facebook, Twitter, Instagram ইত্যাদি সোস্যাল মিডিয়া গুলির মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এমন কয়েকটি কোম্পানি রয়েছে যাদের কাছ থেকে আপনি যদি তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্ট গুলি বা সেগুলির সন্বন্ধে কিছু তথ্য Facebook, Twitter, Instagram ইত্যাদি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন তাহলে সেইসব কোম্পানি গুলি আপনাকে এই সব কাজের দরুন কিছু টাকা দেবে। এর পাশাপাশি আপনাকে সেইসব প্রোডাক্ট গুলির বিষয়ে ভালো রিভিউ দিতে হবে। তবে এইসব প্রোডাক্ট গুলি আপনাকে নিজের রেফারেন্স কোড দিয়ে সোস্যাল মিডিয়ায় আপলোড করতে হবে।

৫) গেম খেলার মাধ্যমে ইনকাম:-

Mistplay, Lucktastic, Swagbucks, Second Life এই ধরনের কিছু অনলাইন গেমের ওয়েবসাইট রয়েছে। এই সব ওয়েবসাইট গুলির মাধ্যমে গেম খেলেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে এর মধ্যে এমন কয়েকটি ওয়েবসাইট রয়েছে তারা আপনাকে গিফট কার্ডের মাধ্যমে ইনকাম দেবে।

৬) অ্যাপ ইনস্টল করে ইনকাম:- 

Fronto, Slidejoy, Ibotta, Sweatcoin, ScreenLift ইত্যাদি ধরনের কয়েকটি অ্যাপ রয়েছে। যেগুলি ইনস্টল করেও আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এইসব অ্যাপগুলি ইনস্টল করলে রিওয়ার্ড ও ক্যাশব্যাকের ফেসিলিটি ও পাওয়া যায়।

৭) পুরনো গিফট কার্ডের মাধ্যমে ইনকাম:-

আমাদের অনেকের কাছেই পুরনো কিছু গিফট কার্ড থাকে সেগুলি অনলাইনের মাধ্যমে সেল করে তার থেকে ও আপনি টাকা উপার্জন করতে পারেন। এক্ষেত্রে সেইসব গিফট কার্ড গুলিকে আপনি CardCash নামক অ্যাপের মাধ্যমে সেল করে তার থেকে আকর্ষণীয় ক্যাশব্যাক পেতে পারেন।

৮) কমেন্ট শেয়ার করার মাধ্যমে ইনকাম:-

Google Opinion Rewards, Poll Pay ইত্যাদি জাতীয় কতকগুলি অ্যাপ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের অনলাইন সার্ভে দেওয়া হয়। এইসব সার্ভে গুলিতে অংশগ্রহণ করে সেখানে আপনার নিজস্ব কমেন্ট শেয়ার করার মাধ্যমে ও আপনি টাকা ইনকাম করতে পারবেন।

৯) ফটো সেল করে ইনকাম:-

আমাদের অনেকের কাছেই অনেক নতুন ও পুরাতন ফটো থাকে। Getty Images, Shutterstock এই ধরনের কিছু ফটোগ্রাফির ওয়েবসাইট রয়েছে। সেগুলিতে আপনি আপনার সংগ্ৰহে থাকা সেইসব ফটো গুলি আপলোড করতে পারবেন। এরপর এমন অনেক মানুষ আছেন যারা পুরনো কয়েনের মতো পুরনো ফটোও সংগ্ৰহ করে রাখতে পছন্দ করেন। তারা আপনার আপলোড করা সেইসব ফটো যদি কিনে নেন তাহলে যেসব ওয়েবসাইটে আপনি ফটো গুলো আপলোড করেছিলেন সেই ওয়েবসাইট গুলি আপনাকে টাকা দেবে।

১০) ওয়েব ব্লগিং এর মাধ্যমে ইনকাম:-

এক্ষেত্রে হাতে কলমে না লিখে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টাইপ করে কোনো ভালো মানের প্রতিবেদন বা আর্টিকেল লিখে সেগুলিকে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পাঠক যারা পড়তে পছন্দ করেন তাদের কাছে পৌঁছে দিয়ে তার মাধ্যমে ও আপনি টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি বেড়াতে যেতে পছন্দ করে থাকেন তাহলে সেই সব বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রের খবর লিখতে পারেন। 

        এইসব কিছু জানার পর আপনাদের হয়তো মনে হতেই পারে যে এইসব কাজ আপনাদেরকে কারা দেবে। তাহলে জানিয়ে রাখি এইসব কাজ আপনাদেরকে শুধুমাত্র দেশের নয় বিভিন্ন বিদেশী কোম্পানিও দিতে পারে। তবে তার জন্য আপনাকে আগে থেকে সেইসব ওয়েবসাইটে একটি করে প্রোফাইল খুলে রাখতে হবে। তারপর সেখান থেকেই বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজন মতো আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে কাজ দেবে। তবে এও জানিয়ে রাখি রং এইসব অনলাইন কাজের যেমন উপকারিতা আছে তেমনি অনেক অপকারিতাও রয়েছে। সঠিক ওয়েবসাইটে যোগযোগ না হয় যদি কখনো কোনো ফ্রড সাইটে গিয়ে পড়েন তাহলে আর্থিক ঝুঁকির সন্মুখীন হতে পারেন। তাই সঠিক ভাবে দেখে শুনে বিচার করে তার পরেই কাজ করুন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এই ধরনের আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment