আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? লেখাপড়া শিখে বহু বছর ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত সফল হতে পারেননি? তাই এবারে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? এই সুখবরটা শুধুমাত্র আপনার জন্য। কারন রাজ্যের পৌরসভায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হতে চলেছে। আর তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার বেকার যুবক যুবতীরা সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আবেদন প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী থাকলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
* শুরুতে একটি সাদা প্লেন কাগজে সংশ্লিষ্ট পদে চাকরি করতে আগ্ৰহী তা জানিয়ে একটি আবেদন পত্র লিখতে হবে।
* এরপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে তার একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
* এবার আপনার নিজের এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করে ওই বায়োডাটায় লাগিয়ে দিতে হবে।
* এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
* সবচেয়ে আবেদন পত্রটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
আগেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নেওয়া হবে। তাই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে একটি মেধাতালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের উক্ত বিষয়ে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
চাকরিপ্রার্থীদের বয়স সীমা ৬২ বছরের কম হলেই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন।
বেতনক্রম:-
এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৫০০০০/- টাকা করে বেতন দেওয়া হয়।
প্রয়োজনীয় তথ্যাবলী:-
আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় তথ্য গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-
* মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* কাস্ট সার্টিফিকেট কারোর যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* দুই বা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
* নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে বানিয়ে রাখা বায়োডাটার অরিজিনাল কপি।
* সাদা প্লেন কাগজে লিখে রাখা আবেদন পত্রের অরিজিনাল কপি।
আবেদন পত্র বাদে উপরিউক্ত বাকি সমস্ত ডকুমেন্টস গুলির অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে। কারন সেদিন ইন্টারভিউয়ের সাথে ডকুমেন্টস ভেরিফিকেশন ও করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র জমা নেওয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবং তা আগামী ২৫/০৭/২০২৩ পর্যন্ত চলবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
যে সকল বেকার চাকরিপ্রার্থীরা উল্লেখ্য পদে চাকরির জন্য আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আবেদন পত্র জমা দিয়ে আসুন। ঠিকানাটি হল-
To,
The Commissioner,
Siliguri Municipal Corporation,
Baghajatin Road, Post-Siliguri,
Dist-Darjeeling, Pin-734001.
OFFICIAL NOTICE: CLICK HERE