রাজ্যের নামসই যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যের জেলা ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে নাম সই যোগ্যতা থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম কম্পটিটিভ পরীক্ষা ছাড়াই কেবলমাত্র একটি সাধারণ ইন্টারভিউয়ের মাধ্যমে বেশ কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, নির্ধারিত বয়সসীমা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Indian Institute Of Information Technology এর পশ্চিমবঙ্গের কল্যানীতে যে শাখা গড়ে উঠেছে সেখানে গ্ৰুপ ‘ডি’ অর্থাৎ Cook(রাঁধুনি) পদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা:-
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী উক্ত শূন্যপদে অর্থাৎ Cook(রাঁধুনি) পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারীর যদি অক্ষর জ্ঞান থাকে এবং বাঙালি রান্নায় দক্ষ হন তাহলেই তিনি নির্দ্বিধায় এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী Cook(রাঁধুনি) পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারন করা হয়নি। এক্ষেত্রে ১৮ বছরের উর্ধ্বে বয়স হলেই যে কেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে রাজ্য সরকারের ন্যুনতম মজুরি আইন অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
IIT কল্যানীর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরিপ্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে তা হল-
১) প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitkalyani.ac.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে এবং ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যদি কোনো জায়গা দেওয়া থাকে তাহলে সেখানে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিতে হবে।
৪) এরপর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। আর তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড জাতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৫) এরপর এই সব জেরক্স কপি গুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) সবশেষে এই সব কিছুর ছবি তুলে একটি ফাইল তৈরি করে Recruitment@iiitkalyani.ac.in এই ই-মেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে।
অন্যদিকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে যেভাবে করতে হবে তা হল-
১) প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitkalyani.ac.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে এবং ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যদি কোনো জায়গা দেওয়া থাকে তাহলে সেখানে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিতে হবে।
৪) এরপর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। আর তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড জাতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৫) এরপর এই সব জেরক্স কপি গুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) সবশেষে এই সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা লিখে ও মে শূন্যপদের জন্য আবেদন করছেন তার নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-
অফলাইন আবেদনের ক্ষেত্রে
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) কোনো আবেদনকারীর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
অনলাইন আবেদনের ক্ষেত্রে
উপরিউক্ত প্রতিটি ডকুমেন্টস এর ছবি তুলে আবেদন পত্রের সঙ্গে একসঙ্গে একটি ফাইল তৈরি করে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিন আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলিরই এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে করে নিয়ে যেতে হবে।
আবেদন করার সময়সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
এখানে অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন পত্র জমা নেওয়া অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া আজই শেষ হয়ে যাবে। তাই আর একটুও সময় নষ্ট না করে দ্রুত আবেদন করে ফেলুন। অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
Deputy Registrar
Indian Institute Of Information
Technology, Kalyani
Webel IT Park(Near Buddha Park)
Kalyani-741235 Nadia, West Bengal.