এই সবেমাত্র এক সপ্তাহ হল ভারতীয় রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গে হাজার হাজার শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবঙ্গেই নতুন করে গ্ৰুপ ‘সি’ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এখানে স্থায়ী পদে মাসিক উচ্চ বেতনে কর্মী নিয়োগ করা হবে। সারা পশ্চিমবঙ্গের ২৫ টি জেলা থেকেই উপযুক্ত যোগ্যতার অধিকারী সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
Ministry of Civil Aviation এর অধীনস্থ সংস্থা Commision of Railway Safety এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের South Eastern Circle ও Eastern Circle এ গ্ৰুপ ‘সি’ অর্থাৎ Upper Division Clerk পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:-
উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কারন এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো রকম ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে যে যে পদক্ষেপ অনুসরণ করে আবেদন করতে হবে সেগুলি হল-
১) যে সব চাকরিপ্রার্থীরা South Eastern Circle এর জন্য আবেদন করবেন তারা অফিসিয়াল নোটিফিকেশন ১ এবং যারা Eastern Circle এর জন্য আবেদন করবেন তারা অফিসিয়াল নোটিফিকেশন ২ এ ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নেবেন।
২) তারপর ১ ও ২ নম্বর দুটি নোটিফিকেশনের ক্ষেত্রেই ৩ নম্বর পৃষ্ঠায় এই নিয়োগের অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া হয়েছে। সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নেবেন।
৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ভালোভাবে ফিলাপ করে ফেলবেন।
৪) তারপর শিক্ষাগত যোগ্যতার নথীপত্র সহ বাকি সব প্রয়োজনীয় নথীপত্রের এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলবেন।
৫) সবশেষে এই পূরণ করা আবেদন পত্র সহ সকল সেলফ অ্যাটেস্টেড নথীপত্র একসাথে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় বয়সসীমা:-
এখানে উল্লেখিত পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। তবে এক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়নি।
মাসিক বেতনের পরিমাণ:-
নির্বাচিত যোগ্য প্রার্থীদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। Upper Division Clerk পদে অন্তত পক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলেই যে কেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) আবেদনকারী আগে যে জায়গায় চাকরি করতেন সেখানকার যাবতীয় কাগজ পত্রের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে উল্লেখিত পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে কোনো রকম পরীক্ষা নীরিক্ষা ছাড়াই শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমে অর্থাৎ কাজের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা:-
Commision of Railway Safety এর তরফে প্রকাশিত South Eastern Circle ও Eastern Circle উভয়ের ক্ষেত্রেই Upper Division Clerk পদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর আগামী ১৫ ই মে পর্যন্ত তা চলবে।
South Eastern Circle এর ক্ষেত্রে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
Office of the Commision of Railway
Safety, South Eastern Circle, New
Koilaghat Building, 14 Strand Road
(12th Floor) Kolkata-700001.
Eastern Circle এর ক্ষেত্রে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
Office of the Commision of
Railway Safety, Eastern Circle,
New Koilaghat Building, 14
Strand Road, (12th Floor)
Kolkata-700001.