বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অধীনস্থ এক সংস্থার তরফ থেকে ওই সংস্থার অধীনেই প্রচুর সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ লেভেলের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। আবেদন করতে আগ্ৰহী থাকলে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
আবেদন পদ্ধতি:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি গুলি অনুসরণ করে আবেদন পত্র জমা দিতে হবে-
• সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনের ৬-৮ নং পৃষ্ঠা পর্যন্ত যে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া হয়েছে সাদা A4 সাইজ কাগজে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
• তারপর সেই ফর্মের ফাঁকা স্থান গুলিতে প্রয়োজন অনুযায়ী তথ্য বড়ো হাতের অক্ষরে লিখে ফর্ম টিকে ফিলাপ করতে হবে এবং একেবারে উপরের দিকে ডানপাশে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।
• তারপর সেই পূরণ করা আবেদন পত্র সহ সকল প্রয়োজনীয় কাগজপত্রের এক কপি করে জেরক্স একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া:-
আগেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। সেই লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে ট্রেড টেস্ট/প্রাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই টেস্টের পারফরম্যান্স এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে সংশ্লিষ্ট সংস্থার অধীনে চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স এর অধীনে থাকা Ordnance Factory Chanda নামক নির্মাণ কারখানায় Danger Building Worker পদে কর্মী নেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা:-
এই নিয়োগ কার্যের মধ্য দিয়ে উল্লেখিত শূন্যপদে সব মিলিয়ে মোট ২৫০ জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলেই সারা দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:-
১/০৬/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়সের বেকার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে SC, ST, OBC ও Ex-Serviceman এ রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:-
সংশ্লিষ্ট পদ নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ১৯,০০০ টাকা করে বেতন ও তার সঙ্গে ডিয়ারনেস অ্যালোয়েন্স দেওয়া হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট (বয়সের প্রমানপত্র হিসেবে)।
• আধার কার্ড বা ভোটার কার্ড (দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে)।
• সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
• কাজের পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট।
• এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো। এক্ষেত্রে ফটোর উল্টো পিঠে আবেদনকারীকে তার নিজের নাম ও জন্ম তারিখ লিখে দিতে হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে আগামী ২০/০৬/২০২৩ তারিখে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পোস্টের মাধ্যমে পাঠাতে হবে-
To,
The General Manager,
Ordnance Factory Chanda,
Dist-Chandrapur, Maharashtra,
Pin-442501.
এই রকমই আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের খবর সবার আগে পেতে চাইলে আমাদের বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট begalpravakar.com এ প্রতিদিন ভিজিট করুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE