স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অতি দ্রুত ও উন্নত মানের পরিষেবা প্রদানের সাথে সাথে বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্কলারশিপ স্কিম ও ডিপোজিট স্কিম চালু করার কারণে এই ব্যাঙ্ক আজ দেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এখানেই থেমে না থেকে আরও এক ধাপ এগিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) দেশের সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত স্কিম। যার মাধ্যমে বেকার যুবক যুবতীরা কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে খুব সহজেই প্রতি মাসে ১৭,০০০ টাকা করে ইনকাম করতে পারবেন। এই স্কিমের আওতায় নাম নথিভুক্তকরন প্রক্রিয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবং তা আগামী ৩১ শে মে তার সময়সীমা শেষ হয়ে যাবে। সুতরাং আর এক মূহুর্তও অপেক্ষা না করে আপনি যদি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে অযথা এদিক সেদিক চাকরির জন্য ঘুরে ঘুরে সময় নষ্ট না করে আজই এই স্কিমে যোগ দিন। আর বেকারত্বের বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করে আত্মনির্ভর হয়ে উঠুন। এই স্কিমের বিষয়ে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
দেশের ঘরে ঘরে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে SBI কর্তৃক চালু করা এই বিশেষ স্কিম টির নাম হল “ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্ৰাম”। অনেকদিন আগে থেকেই সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে SBI এর ১১ তম ফেলোশিপ প্রোগ্ৰাম। সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল সর্বনিম্ন ২১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন। এমনকি শুধুমাত্র ভারতবর্ষ থেকেই নয় তার প্রতিবেশী কয়েকটি দেশ যেমন নেপাল ভুটান সহ আরও কয়েকটি দেশ থেকে সকল নির্ধারিত বয়সসীমার বেকার চাকরিপ্রার্থীরা এই ১১ তম ফেলোশিপ প্রোগ্ৰামে অংশ নিতে পারবেন। এবং প্রতি মাসে ১৭,০০০ টাকা করে ইনকাম করতে পারবেন।
এই “ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্ৰাম” এ অংশগ্ৰহনকারী যুবক যুবতীদের দেশের প্রতিটি গ্ৰামে গ্ৰামে গিয়ে সেখানকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর সেই কাজের দরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের সকলকে মাসিক ১৭,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সকল আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা যাচাই করে দেখা হবে এবং তাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউতে তাদেরকে বিভিন্ন বিষয়ে কিছু প্রশ্ন করা হবে এবং সেইসঙ্গে জিজ্ঞেস করা হবে যে তারা কেন এই প্রোগ্ৰামে অংশ নিতে চান।
এই সবকিছু হয়ে যাওয়ার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যাদেরকে এই কাজের জন্য যোগ্য বলে মনে করা হবে তাদেরকে এই “ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ” প্রোগ্ৰামে যুক্ত করে কাজের সুযোগ করে দেওয়া হবে। আগামী ৩১ শে মে এই ১১ তম ফেলোশিপ প্রোগ্ৰামে আবেদন করার শেষ তারিখ। তাই আগ্ৰহী চাকরিপ্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। আর প্রতি মাসে ১৭,০০০ টাকা করে SBI এর তরফ থেকে স্কলারশিপ লাভ করুন।