সমগ্ৰ রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন করে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বেকার চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরির জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করছেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো ভাবেই সফল হতে পারছেন না তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে। কারন আজ আমরা যে দপ্তরে নিয়োগের ব্যাপারে কথা বলব সেখানে চাকরি পেতে হলে আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।
শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
এই দপ্তরে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল-
Honorary Health Worker- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এবং এই পদে আবেদনের বিশেষ বৈশিষ্ট্য হল এই যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে স্থায়ীভাবে বসবাসকারী কেবলমাত্র মহিলা চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/১/২০২২ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা ২২ বছর বয়স থেকেই আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। অফলাইন আবেদনের জন্য আপনাকে যে যে পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশনের নীচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) সবশেষে আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির এক কপি করে জেরক্স অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ভোটার ও আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) আপনি যে পৌরসভার স্থায়ী বাসিন্দা সেখানকার চেয়ারম্যান এর সি করা একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৫) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নির্বাচন পদ্ধতি:- এই দপ্তরে আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই মেরিট লিস্ট আপনারা এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে অথবা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময় সীমা:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ২৮/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করার জন্য যোগ্য ও ইচ্ছুক তারা আর দেরি না করে দ্রুত নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
Department of Health (2nd floor)
Of The Head Office Of Rajpur,
Sonarpur Municipality Situated at
Harinavi, kolkata- 700148