দীর্ঘদিন পর রাজ্যে কৃষি দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Agriculture Group-C Recruitment

 

আবারও পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশাল বড় সুসংবাদ। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ব্লক অফিসে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।

শূন্যপদের নাম:-

পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে রাজ্যে জেলা ভিত্তিক ব্লক অফিসের অধীনে থাকা এগ্ৰিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর অফিসে WDT(Livelihood) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Agriculture/Forestry/Plant Science/Animal Science এ গ্ৰ্যাজুয়েশান  ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এক্ষেত্রে কোনো আবেদনকারীর যদি Watersheds/Rural Development Projects and Programme এর বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন।

আবেদন করার নিয়মাবলী:-

এখানে WDT(Livelihood) পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো রকম আবেদন পত্র জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে। আর সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশানের ৩ নং পৃষ্ঠায় বায়োডাটার আকারে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।

৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে। 

৪) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জায়গায় এক কপি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।

৫) এরপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা প্রস্তুত করে ফেলুন।

৬) এবার এই পূরণ করা আবেদন পত্র এবং বায়োডাটা যত্ন করে নিজের কাছে রেখে দিন। ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড বা পাসপোর্টের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৬) আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্রের অরিজিনাল কপি।

৭) আগে থেকে বানিয়ে রাখা বায়োডাটার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। 

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য আগামী ২০/০৩/২০২৩ তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট দিনে সকাল ১০ টা থেকে ১০.৩০ মিনিটের মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ১০.৩০ মিনিটের পর যদি কেউ যান তাহলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

       The Diarector Of Agriculture(Soil

       Conversation Demonstration),

       Midnapore and PIA, Kalliaghai,

       NGWDP, Narayangarh, Paschim 

       Medinipur.


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment