সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে বিরাট নিয়োগের সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সারা দেশ জুড়ে ২০,৭১৮ টি শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ লেভেলের কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল বিভাগ। এখানে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। চলতি মাসের ৩ রা এপ্রিল ভারতীয় রেল মন্ত্রণালয়ের তরফ থেকে দেশের প্রতিটি জোনাল রেলওয়েতে এই নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকার সূত্রে জানা গিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এবং তা চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং এই খবর শোনা মাত্রই দেশের সেইসব বেকার চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের পক্ষ থেকে এই ধরনের বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আশায় ছিলেন তাদের মন যে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তা আর বলাই বাহুল্য।
২০১৯ সালে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু করোনা নামক ভয়াঙ্কর মহামারীর কারনে সেই সময় সেই নিয়োগ প্রক্রিয়ার কাজ স্থগিত রাখা হয়। তারপর থেকে দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সেই ১ লক্ষ শূন্যপদ পূরণের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে না দেখে চাকরিপ্রার্থীরা এই নিয়োগের আশা ছেড়েই দিয়েছিলেন। তারা ভেবে নিয়েছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া আর কোনো দিনই সম্পন্ন করা হবে না।
কিন্তু তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করে অবশেষে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে পুরোপুরি ১ লক্ষ শূন্যপদে না হলেও ২০,৭১৯ টি শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ভারতীয় রেলের এক আধিকারীক সূত্রে জানা গিয়েছে যে, বর্তমানে সারা দেশ মিলিয়ে মোট ১৭ টি জোনাল এরিয়ায় মোট ২০,৭১৯ টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। আর সেই গুলিতেই এবারে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় রেল বিভাগ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ওয়েস্টার্ন রেলওয়েতে বর্তমানে গ্যাংম্যান পদে মোট ৩,৩৩০ টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এবং সেগুলিতে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়োগ করা হবে। এছাড়াও সাউথ রেলওয়েতে ২,৭২৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সারা দেশ মিলিয়ে যে মোট ১৭ টি জোনাল এরিয়ায় গ্যাংম্যান পদে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে সবচাইতে কম নিয়োগ করা হবে ইস্টার্ন রেলওয়েতে। সেখানে মোট ১১৭ জন গ্যাংম্যান নিয়োগ করা হবে।
তবে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত ভারতীয় রেল বিভাগের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই তা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
MORE JOB NEWS: CLICK HERE