পশ্চিমবঙ্গের বেকার মহিলা চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এক দুর্দান্ত সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বেকার যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে রাজ্য সরকারের তরফে চালু করা হল এক নতুন কর্মসূচি। এ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই কর্মসূচির শুভারম্ভ হতে চলেছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে।
এর আগে এ রাজ্যের মহিলাদের মঙ্গলার্থে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যেমন রাজ্যের দরিদ্র পরিবারের পড়ুয়া ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করতে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প। এছাড়াও রাজ্যের ২৫ উর্ধ্ব মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। তবে এখানেই থেমে না থেকে এবার রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে “উইমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম” নামে একটি নতুন কর্মসূচির সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই “উইমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম” নামক কর্মসূচির সঙ্গে রাজ্য সরকারের যে সকল আধিকারিকেরা জড়িত রয়েছেন তারা ইতিমধ্যেই নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। সরকার সূত্রে জানা গিয়েছে এই সকল আধিকারিকেরা রাজ্য সরকার অধীনস্থ প্রতিটি দপ্তরে মহিলাদের জন্য বরাদ্দ চাকরির বিষয়ে সবকিছু তথ্য ভালোভাবে যাচাই করে দেখবেন। এবং তার পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারের কোন দপ্তরের অধীনে কতজন মহিলা কর্মী কাজ করছেন সেটাও তারা মিলিয়ে দেখবেন। এছাড়াও এই “উইমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম” নামক কর্মসূচির মাধ্যমে রাজ্যের কোন কোন সরকারি বা বেসরকারি সংস্থায় কিভাবে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ আরও বেশি করে বাড়ানো যায় সেই সন্বন্ধেও একটি রিপোর্ট বানাবে রাজ্য সরকার।
সরকার সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অর্থ দপ্তর, শ্রম দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কারিগরি প্রশিক্ষণ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ দপ্তর গুলি নিয়ে গড়ে উঠেছে এই “উইমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম”। এবং এই কর্মসূচির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের সচিবকে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এই “উইমেন্স এমপ্লয়মেন্ট প্লাটফর্ম” নামক কর্মসূচিটি শুরু যে রাজ্য সরকার এ রাজ্যের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য তৈরি করেছেন তা নয়। এর মাধ্যমে ইতিমধ্যেই যে সব মহিলা কর্মীরা রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে চাকরি করছেন তাদেরকে কোন কোন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে সেইসব জেনে সেইসব সমস্যা গুলির সমাধানও করবে রাজ্য সরকার। তবে এই কর্মসূচির মাধ্যমে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার মহিলা চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ মিলবে বলে রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
MORE JOB NEWS: CLICK HERE