নয়া প্রকল্পে দেশের প্রতিটি পড়ুয়াকে 36,000 টাকা করে স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার | New Scholarship

ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রতিটি দরিদ্র পরিবারের পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর।  দেশের প্রতিটি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে সাহায্য করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু করা হল আরও একটি নতুন স্কলারশিপ স্কিম। যার মাধ্যমে দেশের সকল দরিদ্র শ্রেণীর পড়ুয়াদের ৩৬,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করবে কেন্দ্রীয় সরকার। নতুন এই স্কলারশিপ স্কিমের মাধ্যমে আমাদের দেশের দরিদ্র পরিবারের প্রত্যেক ছাত্রকে ৩০,০০০ টাকা করে এবং ছাত্রীদেরকে ৩৬,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই স্কলারশিপের নাম, স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নীচে এই স্কলারশিপ স্কিমের বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

       আমাদের দেশে এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে যারা তাদের পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারে না। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ার দরুন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর সেই সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়। ফলে তাদের উচ্চশিক্ষা লাভের আশা অর্থাৎ উচ্চশিক্ষিত হয়ে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলে নিজের পরিবারের মানুষজনের পাশে দাঁড়ানোর স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যায় সারাটা জীবন। আর সেই কারণেই প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের প্রতিটি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের ন্যাশানাল স্কলারশিপ অর্থাৎ জাতীয় বৃত্তি প্রদান করা হয়। যাতে অর্থের অভাবে তারা লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য না হয়। তাদের যতদূর ইচ্ছে ততদূর পর্যন্ত লেখাপড়া করে তারা যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। 

       শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ই নয় এ ব্যাপারে আমাদের রাজ্য সরকারের অবদান ও কিন্তু কিছু কম নেই। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর একাধিক স্কলারশিপ দেওয়া হয় যেমন- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মাইনোরিটি স্কলারশিপ, উত্তরকন্না স্কলারশিপ সহ আরও অনেক। এবং প্রতি বছর রাজ্য সরকারের দেওয়া এই স্কলারশিপ গুলি লাভ করে বহু দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী ভীষণ ভাবে উপকৃত হয়। 

      আর আজ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া নতুন যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে  জানাতে চলেছি তার নাম হল “প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা”। ২০২৩ সালের শুরুতেই এই প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর উদ্যোগে চালু হওয়া এই স্কলারশিপ স্কিমের মাধ্যমে দেশের প্রতিটি দরিদ্র পরিবারের পড়ুয়াকে ৩৬,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। যাতে তারা এই স্কলারশিপের অর্থ দিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী ঠিকঠাক মতো লেখাপড়া শিখে এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম হয়। পরিবারের আর্থিক দুরাবস্থার কারনে মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় যাতে কোনো রকম ত্রুটি না ঘটে তাই জন্যই প্রধানমন্ত্রী এহেন উদ্যোগ নিয়েছেন।

কারা কারা এই “প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা” এর জন্য আবেদন জানাতে পারবেন?

এই স্কলারশিপ যোজনার মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য সব ধরনের ছাত্র ছাত্রীরা আবেদনের যোগ্য নন। এক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে এবং সেগুলি হল-

১) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রাক্তন কোস্ট গার্ড, প্রাক্তন সৈনিক কল্যান বিভাগ এই ধরনের কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তর গুলি থেকে অবসর প্রাপ্ত কর্মীদের সন্তান ও স্ত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।

২) এমনকি আসাম রাইফেলস, নকসাল সন্ত্রাসী হামলায় যে সব সৈনিকেরা মারা গিয়েছিলেন তাদের সন্তানেরাও এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

৩) এছাড়াও যেসব সৈনিকেরা মাওবাদী হামলার শিকার হয়ে সম্পূর্ণ কিংবা আংশিক ভাবে অক্ষম হয়ে গিয়েছেন তাদের সন্তানেরাও এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

৪) তবে এক্ষেত্রে সকল প্রাক্তন সৈনিক দের সন্তানেরাই নয় শুধুমাত্র যারা কোনো ধরনের টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সের আওতায় রয়েছে তারাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

৫) এছাড়াও বীরত্বের জন্য পুরস্কার প্রাপ্ত সৈনিকদের সন্তানেরাও এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবে।

কিভাবে আবেদন করতে হবে?

“প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা” এর মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমেই কেন্দ্রীয় সৈনিক বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট https://kab.gov.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর Home Page এর একেবারে নীচের দিকে Application Form বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।

৩) এরপর যে নতুন পেজ টি আসবে সেখানে রেজিস্ট্রেশানের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে আবেদনকারীকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৫) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Save and Next button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে?

“প্রধানমন্ত্রীর স্কলারশিপ যোজনা” এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি আপনারা কেন্দ্রীয় সৈনিক বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেই জেনে নিতে পারবেন।

কতদিনের মধ্যে আবেদন করতে হবে?

এই স্কলারশিপের স্কিমের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা বর্তমানে চলছে। এবং এর কোনো রকম শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। অর্থাৎ ইচ্ছুক ও যোগ্য পড়ুয়ারা নিজেদের সুবিধা অনুযায়ী আবেদন করতে পারবেন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment