সাধারণত প্রতি বছর IBPS পরীক্ষার মাধ্যমে স্টেট ব্যাঙ্ক সহ অন্যান্য সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্ৰ্যাজুয়েশানে অন্তত পক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই আবেদন করা যায়। কিন্তু আমাদের দেশে এমন বহু বেকার চাকরিপ্রার্থী আছেন যাদের এই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকায় স্টেট ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছে থাকা সত্ত্বেও আবেদন করতে পারেন না। সেই সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। আর তা হল সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সারা দেশ জুড়ে ৯,৬৬৩ টি শূন্যপদে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র সাধারণ গ্ৰ্যাজুয়েশান পাস যোগ্যতায় Clarical পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনে চাকরিতে নিযুক্ত করা হবে। সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
শূন্যপদের নাম:-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শাখা অফিস গুলিতে মোট ৯,৬৬৩ জন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে এবং কম্পিউটারের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
বয়সের মাপদন্ড:-
উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৯,১৬১ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সর্বপ্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.bank.sbi/careers অথবা www.sbi.co.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে careers অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর যে নতুন Window Open হবে সেখানে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজন মতো তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে আবেদনকারীদের User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।
৫) Login করা হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং যে পদের জন্য আবেদন করেছেন সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাকে সিলেক্ট করে ok করে next button এ ক্লিক করতে হবে।
৬) এরপর একে একে সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৭) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৬০০ টাকা করে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৮) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰ্যাজুয়েশান পাস সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
৮) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।
৯) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার বেসড প্রিলিমিনারী পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। এতে ও যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে আবারও শর্টলিস্ট করে তৃতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। সবকিছু হয়ে যাওয়ার পর এই চারটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন আর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে চাইলে www.bank.sbi/careers অথবা www.sbi.co.in এ গিয়ে জেনে নেবেন।