সারা পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সারা রাজ্য জুড়ে ন্যুনতম যোগ্যতায় হাজারো শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম ও সংখ্যা:-
West Bengal Police Recruitment Board এর তরফ থেকে রাজ্য জুড়ে Assistant Sub-inspector পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১৪৫০ টি।
আবেদন প্রক্রিয়া:-
এখানে Assistant Sub-inspector পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তা যেভাবে করতে হবে তা হল-
১) প্রথমে আবেদনকারীকে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৫ নং পৃষ্ঠায় একটি ভেরিফিকেশন সার্টিফিকেটের ফরম্যাট দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে সার্টিফিকেট টিকে ফিলাপ করে নিতে হবে।
৪) এরপর West Bengal Police Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in এ প্রবেশ করতে হবে।
৬) এরপর আগে থেকে পূরণ করে রাখা ভেরিফিকেশন সার্টিফিকেটের ফরম্যাট টিকে স্ক্যান করে আপলোড করতে হবে। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস ও স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) এরপর ভেরিফিকেশন সার্টিফিকেটে আবেদনকারী যে ফোন নাম্বার টি দেবেন সেই নাম্বারে ভেরিফিকেশন পদ্ধতি সম্পন্ন করার জন্য একটি OTP পাঠানো হবে। তাই অতি অবশ্যই যে মোবাইল নাম্বার টি দেবেন সেটিকে সচল রাখতে হবে।
৮) এরপর OTP কনফার্ম করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৯) সবশেষে অ্যাপ্লিকেশান নম্বরের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ভেরিফিকেশনের সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৫) কলকাতা পুলিশের অধীনে ৫ বছর কাজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
শিক্ষাগত যোগ্যতা:-
West Bengal Police Recruitment Board এর তরফ থেকে প্রকাশিত Assistant Sub-inspector পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই West Bengal Police এর অধীনে ১/০১/২০২৩ অনুযায়ী অন্তত পক্ষে ৫ বছর কনস্টেবল পদে চাকরি করে থাকতে হবে। তবেই তিনি এই পদে Promotion এর জন্য পরীক্ষা দিতে আবেদন করতে পারবেন নচেৎ নয়। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় কনস্টেবল পদে কর্মরত অবস্থায় থাকা ব্যাক্তিই আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:-
Constable পদ থেকে Assistant Sub-inspector পদে Promotion এর জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা সফল হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে West Bengal Police Recruitment Board।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী দুই তিন দিনের মধ্যেই অর্থাৎ ২৭/০২/২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৮/০৩/২০২৩ পর্যন্ত। তাই যে সব কর্মীরা বর্তমানে West Bengal Police এর অধীনে Constable পদে চাকরি করছেন তারা যদি Promotion পাওয়ার জন্য পরীক্ষা দিতে চান তাহলে এই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলবেন । কারন সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।