পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য ফের একটি নতুন নিয়োগের ঘোষণা। আবারও রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে।এই মর্মে গত ৭/০৬/২০২৩ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কর্মী নিয়োগ করা হবে। সুতরাং আমাদের রাজ্যের যে সব চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে একটা ভালো সরকারি চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। নীচে এই নিয়োগের বিষয়ে সংক্ষেপে বর্ণনা করা হল।
কিভাবে আবেদন করতে হবে?
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে সংশ্লিষ্ট শূন্যপদটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে একেবারে শুরুতেই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে “Online Recruitment” লিঙ্কে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে প্রয়োজন মতো তথ্য বসিয়ে ফর্ম ফিলাপ করে সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় প্রমানপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য হিসেবে সাধারণ শ্রেনীর প্রার্থীরা ১০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা ৫০ টাকা করে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া:-
নতুন করে বলার আর কিছু নেই। প্রতিবেদনের শুরুতেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম:-
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটির অধীনে Community Health Assistant পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বয়সের মাপদন্ড:-
উক্ত পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হওয়া দরকার ১ লা জানুয়ারি ২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো:-
Community Health Assistant পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
যোগ্যতার মাপদন্ড:-
উল্লেখিত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স Complete করে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ প্রমান পত্র:-
আবেদনের সময় যে সব গুরুত্বপূর্ণ প্রমান পত্র গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট স্ক্যান করা।
• সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট স্ক্যান করা।
• শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট ও GNM/ANM নার্সিং কোর্স এর সার্টিফিকেট স্ক্যান করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
• পাসপোর্ট সাইজ ফটো ও আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল গতকাল অর্থাৎ ১০/০৬/২০২৩ থেকে খোলা হয়েছে এবং তা খোলা থাকবে আগামী ২৭/০৬/২০২৩ মধ্যরাত পর্যন্ত।
যারা যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। আর এই রকমই আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের আপডেট সবার আগে পেতে বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট bengalpravakar.com এ প্রতিদিন ভিজিট করুন।