ন্যূনতম যোগ্যতায় Bank Of Baroda তে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

সারা ভারতের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন একটি নিয়োগের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। সাধারণত প্রতি বছরই IBPS নামক কম্পিটিটিভ এক্সামিনেশানের মাধ্যমে সারা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে চাকরির জন্য আবেদন করতে হলে একজন চাকরিপ্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হয় তবেই সে সেখানে চাকরির জন্য আবেদন করতে পারে কারণ এক্ষেত্রে এটাই হল নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড‌‌। ৫০ শতাংশের চেয়ে ১ শতাংশও কম নম্বর থাকলে এই IBPS পরীক্ষায় বসতে দেওয়া হয় না। ফলে আমাদের দেশের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা সরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন তাদের মধ্যে যাদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর নেই তারা IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাঙ্কে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারেন না। তবে আজ আমরা আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Bank Of Baroda তে কর্মী নিয়োগ করার জন্য প্রকাশিত হওয়া এমন এক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করতে চলেছি যেখানে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে যে কোনো বিভাগে একচান্সে স্নাতক ডিগ্রি পাস করে থাকলেই যে কোনো চাকরিপ্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। IBPS পরীক্ষার মতো এখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস বেঁধে দেওয়া হয়নি। ফলে সারা দেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ Bank Of Baroda এর হেড অফিসের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা Bank Of Baroda এর ব্রাঞ্চ গুলিতে মোট ৫০০ জন Acquisition পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-

উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকার/AICTE অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো Public Banks/Private Banks/Foreign Banks/Broking Firms/Security Firms/Assistant Management Companies এ অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলায় পারদর্শী হলে অগ্ৰাধিকার পাওয়া যাবে।

নির্ধারিত বয়সসীমা:-

উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০২/২০২৩ অনুযায়ী ২১-২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, PwBD প্রার্থীরা ১০-১৫ বছর এবং Ex-Serviceman এরা ৫-১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-

উক্ত পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদের মধ্যে মেট্রো সিটিতে গড়ে ওঠা ব্রাঞ্চ গুলিতে নিযুক্ত কর্মীদের বছরে মোট ৫ লক্ষ টাকা এবং নন মেট্রো সিটিতে গড়ে ওঠা ব্রাঞ্চ গুলিতে নিযুক্ত কর্মীদের বছরে মোট ৪ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ Bank Of Baroda এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আবেদনকারীকে google search box এ সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.co.in লিখে search করতে হবে অথবা আমাদের প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কেও সরাসরি ক্লিক করতে পারেন।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে “Click Here To Apply Online” অপশনে ক্লিক করতে হবে।

• এরপর যে নতুন window open হবে সেখানে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

• রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

•  Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, আধার নম্বর, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করতে হবে।

• এরপর একে একে সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

• এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC এবং Ex-Serviceman  ক্যাটাগরির প্রার্থীরা ৬০০ টাকা করে এবং SC, ST, PwBD, এবং মহিলা প্রার্থীরা ১০০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

• পরিচয় পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।

• নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা স্ক্যান করা।

• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

• কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

• কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

• লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।

• হাতে লেখা সেলফ ডিক্লিয়ারেশান সার্টিফিকেট স্ক্যান করা।

নিয়োগ প্রক্রিয়া:-

Bank Of Baroda এর পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাদেরকে একটি ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এবং এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ লেটার পাঠিয়ে Interview ও Group Discussion এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-

Bank Of Baroda এর পক্ষ থেকে প্রকাশিত Acquisition পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল গতকাল অর্থাৎ  ২২/০২/২০২৩ থেকে খুলে গিয়েছে এবং তা আগামী ১৪/০৩/২০২৩ পর্যন্ত খোলা থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন কারণ সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment