পশ্চিমবঙ্গের এলাহাবাদ ব্যাঙ্কে প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগ | WB Allahabad Bank Group D recruitment

 

আবারো পশ্চিমবঙ্গে এলাহাবাদ ব্যাংক এর তরফ থেকে প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এখানে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে নিন।


পদের নাম: গ্রুপ ডি (পার্ট টাইম সুইপার)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ফেল গেলেও নিয়োগ করা হবে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা নেই যে কেউ আবেদন করতে পারেন।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনি যদি তপশিলি জাতি বা তপশিলী উপজাতি হন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি অতিরিক্ত তিন বছর বয়সে ছাড় পাবেন।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসের 14500/ টাকা থেকে 28145/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে মূল বেতনের এক-তৃতীয়াংশ বেসিক পে দেওয়া হবে। এছাড়াও আরো অন্যান্য সরকারি ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 15 ডিসেম্বর 2021 তারিখের আগে আবেদন করতে হবে।


আবেদন পদ্ধতি : এখানে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে । ডাকটিকিট সাঁটানাে একটি খামে ভরে কেবলমাত্র রেজিস্টার্ড পােস্ট/ম্পিড পােস্টের মাধ্যমে আবেদন পত্রটি পাঠাতে হবে এই ঠিকানায়: ডেপুটি সার্কল হেড-সাপাের্ট (চিফ ম্যানেজার), এইচ আর ডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কল অফিস মালদা, নজরুল সরণি, ইংলিশবাজার থানার কাছে, ২য় তল, মালদা,৭৩২১০১। হাতে করে বা সাধারণ ডাকে পাঠানাে কোনও দরখাস্ত গ্রহণ করা হবে না। দরখাস্তগুলি গ্রহণের শেষ তারিখ ও সময় হল ১৫.১২.২০২১, বিকেল ৫.০০টা।

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে A4 কাগজে উপরােক্ত যােগাতামান পুরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত ও পূরণ করা দরখাস্ত পাঠাবেন যার মধ্যে দরকারি তথ্যগুলি দেওয়া থাকতে হবে:

  • (১) আবেদনকারীর নাম: ব্লক অক্ষরে
  • (২) পিতা/স্বামীর নাম
  • (৩) স্থায়ী ঠিকানা
  • (৪) মােবাইল নং
  • (৫) ইমেল
  • (৬) শিক্ষাগত যােগ্যতা (প্রমানপত্র সহ)
  • (৭) শ্রেণি: (প্রমাণপত্র সহ)
  • (৮) জন্ম তারিখ
  • (৯) বয়স (০১.০৭.২০২১-এ)
  • (১০) প্যান নম্বর:
  • (১১) ডান দিকে ওপরে স্বপ্রতায়িত পাসপাের্ট ছবি দিন
  • (১২) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (থাকলে)
  • (১৩) পূর্ণ স্বাক্ষর ও তারিখ


আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দেবেন: যে সমস্ত নথির স্ব-স্বাক্ষরিত প্রতিলিপি দরখাস্তের সঙ্গে দিতে হবে, সেগুলি নিম্নরূপ:

  • (১) শিক্ষাগত যােগ্যতার শংসাপত্র;
  • (২) ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র;
  • (৩) বাসিন্দা সার্টিফিকেট( প্রধান অথবা কোন আধিকারিক এর কাছ থেকে নিতে হবে)
  • (৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • (৫) পাসপোর্ট সাইজের ফটোকপি
  • (৬) আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ডের জেরক্স

নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে এখান থেকে আপনার চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment