পশ্চিমবঙ্গের রেলওয়েতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 3000 বেশি কর্মী নিয়োগ | WB RRB RECRUITMENT

আপনি কি ছেলেবেলা থেকেই রেলে চাকরি করার স্বপ্ন দেখেন? কিন্তু শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস হওয়ার কারণে যেহেতু এখন আর শুধুমাত্র মাধ্যমিক পাসে রেলে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হয় না সঙ্গে ITI কোর্সের সার্টিফিকেটের ও প্রয়োজন হয় তাই রেলে চাকরির জন্য আবেদন করতে পারছেন না? আর সেই কারণে রেলে চাকরি করার স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাচ্ছে? তাহলে আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে। কারন আজ আমরা ইস্টার্ন রেলওয়ের তরফে প্রকাশিত এমন এক চাকরির খবর নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরি পেতে হলে আপনাকে কোনো ITI কোর্স করতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া অন্যান্য সব রেলের চাকরির ক্ষেত্রে যেমন নিজের জেলার বাইরে এমনকি প্রয়োজনে নিজের রাজ্যেরও বাইরে পোস্টিং দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা শেষ পর্যন্ত চাকরিটি পাবেন তাদের প্রত্যেককে নিজ নিজ জেলার রেল স্টেশনে পোস্টিং দেওয়া হবে। তাই এতো কম যোগ্যতায় বাইরে না গিয়ে নিজ জেলায় থেকেই রেলে চাকরি করার এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে কিভাবে আবেদন করবেন, কতদিনের মধ্যে আবেদন করতে হবে এই সব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।

শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে সাধারণ টিকিট বুকিং সেবক পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তবে যারা আরও বেশি লেখাপড়া করেছেন তাঁরাও এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮ বছরের উর্ধ্বে। 

আবেদন পদ্ধতি:-

ইস্টার্ন রেলওয়ে ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত সাধারণ টিকিট বুকিং সেবক পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে আবেদনকারীকে পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এবং তার জন্য আবেদনকারীকে যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশানের ৮-৯ নং পৃষ্ঠা পর্যন্ত দেওয়া এই নিয়োগের অ্যাপ্লিকেশান Format টি দেখতে পাবেন সেটির একটি সাদা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করে নিন অথবা google search box এ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.er.indianrailways.gov.in লিখে এন্টার দেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইট open হলে সেখান থেকেও অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট বের করে নিতে পারেন।

৩) এরপর এই ফর্মে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে পূরণ করে ফেলুন।

৪) এরপর ফর্মের মধ্যে ফটোর জন্য দেওয়া জায়গায় একটি পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।

৫) এরপর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।

৬) এরপর District Magistrate/Block Development Officer এর দেওয়া একটি Character Certificate, আগে থেকে সেলফ অ্যাটেস্টেড করে রাখা সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে পূরণ করা আবেদন পত্র একসঙ্গে করে পিন দিয়ে আটকে একটি খামের ভেতর ঢুকিয়ে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্র জমা দেওয়ার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দেবেন।

৪) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৫) District Magistrate/Block Development Officer এর দেওয়া একটি Character Certificate।

৬) একটি খালি খাম ও একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই  লিস্ট আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে Selected হওয়ার পর  চাকরিতে জয়েন করার আগে চাকরি প্রার্থীকে ২৫,০০০ টাকা সিকিউরিটি মানি হিসেবে রাখতে হবে কারন এখানে Selected প্রার্থীকে স্থায়ী পদে নয় ৩ বছরের চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে ‌‌‌‌‌‌‌তাই এই সিকিউরিটি মানি রাখাটা আবশ্যিক। তবে মাঝপথে যদি কেউ চাকরি ছেড়ে দেয় তাহলে তাকে এই পুরো টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে।

আবেদন করার শেষ তারিখ ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

এখানে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া গতকাল থেকে অর্থাৎ ১৭/১১/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫/১২/২০২২ তারিখ  বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👇

       To,

       The Senior Divisional Commercial 

       Manager, Eastern Railway

       Sealdah’s Office, DRM building

       Room No-44, Kolkata- 700014


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment