পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ | WB School Group-D Recruitment

 

পশ্চিমবঙ্গের সরকার পোষিত হাই স্কুলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্কুলের গ্রুপ ডি পদে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে তবেই আবেদন করবেন।


পদের নাম:
এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল গ্রুপ ডি।


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাশ হতে হবে।


বেতন :
ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে । 


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে স্কুলের সেক্রেটারির কাছে আপনার বায়ো ডাটা সহ আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস জেরক্স করে খামে ভরে আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Margaret(S.N) English School, P.O+P.S – Pradhan Nagar , Dist – Darjeeling, Pin- 734003.


নিয়োগ পদ্ধতি:
আপনাকে একটি Written Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
আপনাকে আবেদনপত্রটির 30 ডিসেম্বরের আগে জমা করতে হবে।


আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিবেন:

আপনি যদি এখানে আবেদন করেন তাহলে আপনাকে সুন্দর একটি বায়ো ডাটা জমা দিতে হবে। এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিবেন। আপনার আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স করে জমা দেবেন।

আবেদন করার আগে আপনারা নিচের দেওয়া বিজ্ঞপ্তিতে ভাল করে পড়ে নেবেন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment