রাজ্যে আবার নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে নতুন একটি আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বুধবার এই নিয়োগের ব্যাপারে আপডেট দিয়েছেন। এর সঙ্গে আরও জানানো হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই নতুন করে আরো ২৫০০ কলকাতা পুলিশের কর্মী নিয়োগ করা হবে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে লক্ষ্য রেখে রাত যে একের পর এক বড় বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই মুহূর্তে যারা বেকার চাকরিপ্রার্থী রয়েছে তারা সকলেই এবার চাকরি পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ:
ইতিমধ্যে রাজ্যের মন্ত্রিসভায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে আপডেট দিয়ে দেওয়া হয়। এর সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে আপডেট দিয়েছেন তাই রাজ্যের বেকার যুবক-যুবতীরা অনেকাংশেই খুশি।
ইতিমধ্যেই নতুন একটি আপডেট দিয়েছেন যেখানে বলা হয়েছে রাজ্য ক্রীড়া ক্ষেত্রে যারা পারদর্শিতা ভাবে তাদেরও সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি দেওয়া হবে এরকম 58 জনকে ইতিমধ্যে চাকরি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জানানো হয়েছে রাজ্যের কোন ক্ষেত্রে কোন কাজই ছোট নয় যে কোন কাজ করলে সেখান থেকে সফলতা অর্জন করা যাবে।
ক্রিয়া ক্ষেত্রে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শিতার রেখেছে তাদের মধ্যে ৪ হাজার ৪৩২ জন কে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি দেওয়া আর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এর ফলে যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলায় আগ্রহী তারা আরও এগিয়ে আসতে পারবে এবং খেলাধুলা করার মাধ্যমেও তারা রাজ্যের বিভিন্ন দপ্তরের বিশেষ বিশেষ সিভিক ভলেন্টিয়ার সহ আরো বিভিন্ন চাকরি পেয়ে যেতে পারেন। বিশেষ করে যারা দরিদ্র শ্রেণী তাদের সিভিক ভলেন্টিয়ার সহ আরো বিভিন্ন পদে চাকরি দিয়ে তাদেরকে আরো অগ্রগতির পথে এগিয়ে দিতে চাইছে সরকার।
এর ফলে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এই সমস্ত নিয়োগের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ক্রিয়া ক্ষেত্রে আরো এগিয়ে আসবে এবং রাজ্য আরও অগ্রগতির পথে ধাবিত হবে।
MORE JOB NEWS: CLICK HERE