আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অধীনস্থ বহু দপ্তরে চাকরির পরীক্ষা দিচ্ছেন? কিন্তু আজ পর্যন্ত সফল হতে পারেননি? তাই কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। সম্প্রতি পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ ‘সি’ লেভেলে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত প্রতিটি জেলা থেকেই সকল নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।
আবেদন করার নিয়মাবলী:-
এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৩ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ভালোভাবে ফিলাপ করে ফেলুন।
৪) ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিন।
৫) এরপর একে একে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৬) সবশেষে এই সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে নিজের হাতে জমা করে আসুন।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডেকে নেওয়া হবে। এই গুলির পারফরম্যান্সের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগকারী দপ্তরের নাম:-
পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ বিভাগের নিয়ন্ত্রনাধীন রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নারী ও শিশু কল্যাণ বিভাগের অধীনে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হল- Case Worker।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৪/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে বিশেষ করে MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের বিষয়ে নলেজ থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে এবং ইংরেজি ভাষা পড়তে এবং লিখতে পারদর্শী হতে হবে। এছাড়াও অন্তত পক্ষে ৩ বছর মহিলা সুরক্ষা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে। যেমন –
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদনের সময়সীমা ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১২/০৪/২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা আগামী ৪/০৫/২০২৩ পর্যন্ত চলবে। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে গিয়ে আবেদন পত্র জমা করে আসুন। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
SW Section Collaborate Office,
Paschim Medinipur.
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE