ইতিমধ্যেই রাজ্যের 23 টি জেলার বেশ কয়েকটি জেলায় DPSC ভবনে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে 2017 প্রাইমারি টেট রেজাল্ট বের করার জন্য। সমগ্র রাজ্যজুড়ে এত আলোড়ন পড়ে যাওয়ার পরেও প্রাইমারি শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যের কোনো হেলদোল নেই। ইতিমধ্যেই 2017 প্রাইমারি টেট প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা বিক্ষোভের পর বিক্ষোভ করে যাচ্ছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো পজিটিভ প্রতিক্রিয়া আসেনি।
আরো পড়ুন: অবশেষে চাপে পড়ে 2017 প্রাইমারি টেট রেজাল্ট বের করবে সরকার | প্রত্যেকটি জেলার DPSC আন্দোলন সফল
ইতিমধ্যে 5 জানুয়ারি 2022 প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং তারা করুনাময়ী বাস স্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে এপিসি ভবন পর্যন্ত গিয়ে সেখানে স্থায়ীভাবে অনশনের কথা ভেবেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের অত্যাচারী পুলিশ বাহিনী প্রাইমারি চাকরি প্রার্থীদের আটকে দেয় এবং তাদের বেআইনিভাবে জেলে ভরে দেয়। 2017 সালের সমগ্র প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা এই পুলিশ বাহিনীকে ধিক্কার জানাচ্ছে।
2017 চাকরিপ্রার্থীদের দাবি সরকার শুধুমাত্র 2014 তে টেট পাস করা চাকরিপ্রার্থীদের দেখছে। 2017 চাকরিপ্রার্থীদের কথা সরকার ভুলে গিয়েছে। সরকার একের পর এক 2014 কন্টেম লিস্ট বার করছে কিন্তু এদিকে 2017 রেজাল্ট দেওয়ার কথা বলেও মানিকবাবু 2017 টেট নিয়ে কোনো কথা বলছে না।
আরো পড়ুন:WB Primary TET Result 2017 | খুব তাড়াতাড়ি বের হতে যাচ্ছে 2017 প্রাইমারি টেট রেজাল্ট
এদিকে প্রাইমারি শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বলেছেন- “প্রাথমিক শিক্ষক নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। একে একে এগুলো নিষ্পত্তি করা হচ্ছে। হাইকোর্টের মামলা চলায় প্রাথমিক টেট রেজাল্ট বের হতে বিলম্ব হচ্ছে।” তবে 2017 প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা বলছে এটা শুধুমাত্র রেজাল্ট না বের করার বাহানা। সরকার চেষ্টা করলে যেকোন উপায়ে রেজাল্ট বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ইতিমধ্যেই আস্তে আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সরকারের ওপর চাপ বৃদ্ধি হচ্ছে তাই সরকার দ্রুত রেজাল্ট না বেরোলে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন আবারো হবে এমনটাই অনুমান করা যাচ্ছে।
WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE