আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী? কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে একটা সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে ধরে নিন সেই ধরনের চাকরির খোঁজ আপনি পেয়ে গেছেন কারন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিছু সংখ্যক গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
শূন্যপদ গুলির নাম:-
রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে রাজ্যের নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ‘Amin’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রকম ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে তা হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ২ নং পৃষ্ঠায় বয়োডাটার আকারে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন একটি সাদা প্লেন কাগজে এই ফরম্যাটের অনুকরণে পর পর ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে যাবতীয় শব্দ টাইপ করে তার একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) এরপর এই সবকিছু একসাথে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট/ রেজিস্ট্রার্ড পোস্ট মাধ্যমে বা নিজে গিয়ে জমা করে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
আবেদনকারীরা aminrecruit2023@gmail.com এই ই-মেইল আইডির মাধ্যমেও আবেদন পত্র জমা দিতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে আবেদন পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলির একসাথে একটি ফাইল তৈরি করে উপরিউক্ত ই-মেইল আইডির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) রিটায়ারমেন্ট সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স ।
৫) PPO নম্বর লেখা প্রমান পত্রের অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।
৬) রিসেন্ট তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
শিক্ষাগত যোগ্যতা:-
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ‘Amin’ পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই Amin পদ থেকে অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী হতে হবে।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। তাই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ‘Amin’ পদে কর্মী নিয়োগ করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৫/০৩/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র জমা করে দিন। আবেদন পত্র জমা করার ঠিকানা হল 👇
To,
The Additional District Magistrate
and District Lands & Land Reforms
Officer, Nadia, Administrative Building
(1st Floor), P.O-Krishnanagar, Dist-
Nadia, Pin-741101.