মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক (GDS) ৪০ হাজার শূন্য পদে নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট | Post Office GDS Recruitment

এইমাত্র মাস খানেক আগেই ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে ৪০ হাজারেরও বেশি গ্ৰামীন ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে সারা দেশ মিলিয়ে কয়েক লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। সাধারণত প্রচলিত নিয়ম মাফিক এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আবেদনকারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করে সেই লিস্টে থাকা আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা উচিত। কিন্তু এবার থেকে এমনটা আর হবে না।  এবার থেকে ভারতীয় ডাকবিভাগের অধীনে গ্ৰামীন ডাক সেবক (GDS) নিয়োগের নিয়মে আস্তে চলেছে এক আমূল পরিবর্তন। এখন থেকে গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন করলেই যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে এমনটা নয়। তার আগে আবেদনকারীদের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে তবেই তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গ্ৰামীন ডাক সেবক পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে কি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে পরিষ্কার ভাবে জেনে নেওয়া যাক।

      এবার থেকে ভারতীয় ডাকবিভাগের অধীনে গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের জাতিগত অবস্থান অনুযায়ী কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের নির্ধারন করা Cut off Marks অনুযায়ী তাদেরকে নির্বাচন করে পরবর্তী ধাপের জন্য ডেকে নেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীরা ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapostgdsonline এ গিয়ে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক নির্ধারিত Cut off Marks অনুযায়ী তাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন।

     ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে গ্ৰামীন ডাক সেবক পদে কর্মী নিয়োগের জন্য নির্ধারণ করা Cut off Marks কে সামাজিক জাতিগত অবস্থান অনুযায়ী ৪ টি শ্রেনীতে ভাগ করা হয়েছে। এবং সেগুলি হল-

১) জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারণ করা Cut off Marks এর পরিসীমা হল ৮৪-৯৪ শতাংশ।

২) সমাজে বসবাসকারী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অর্থাৎ EWS প্রার্থীদের জন্য নির্ধারণ করা Cut off Marks এর পরিসীমা হল ৮৩-৯০ শতাংশ।

৩) তপশিলী জাতি অর্থাৎ Schedule Cast প্রার্থীদের জন্য নির্ধারণ করা Cut off Marks এর পরিসীমা হল ৭৯-৮৭ শতাংশ।

৪) তপশিলী উপজাতি অর্থাৎ Shedule Tribe প্রার্থীদের জন্য নির্ধারণ করা Cut off Marks এর পরিসীমা হল ৭৮-৮৪ শতাংশ।

      উপরিউক্ত শ্রেনী বিন্যাস অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা এটা খুব সহজেই বুঝতে পারবেন যে তারা এই নির্ধারিত Cut off Marks অনুযায়ী যোগ্যতায় যোগ্যতার মাপদন্ডে উত্তীর্ণ হতে পেরেছেন কিনা। এই নির্ধারিত Cut off Marks অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে অফিসিয়াল লেটার পাঠিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এরপর দেশের যে স্থানে যে রকম পরিমান ডাক সেবকের প্রয়োজন থাকবে সেই অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীরা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মী হিসেবে নিযুক্ত না হলেও তারা সরকারি নিয়ম মাফিক ই ছুটি থেকে শুরু করে বেতন সবকিছুই পাবেন। এমনকি ভবিষ্যতে সরাসরি ডাকবিভাগের অধীনে পার্মানেন্ট কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পথও প্রশস্ত করার সুযোগ পাবেন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment