মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ-সি চাকরি, বেতন ৩৫ হাজার টাকা | WB 10 Pass Post Office Group-C Recruitment

 

আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে আপনি অবশ্যই ভালো একটি সুখবর শুনতে যাচ্ছেন এই আপডেটটির মাধ্যমে । নতুন করে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো নতুন একটি চাকরির সুখবর। এখানে বলা হয়েছে ভারতীয় পোস্ট অফিসে পশ্চিমবঙ্গ সার্কেলে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন করে নতুন এই চাকরির সুখবরটি শুধুমাত্র তাদের জন্য যারা চাকরির অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি ভারতীয় পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এটি অবশ্যই কেন্দ্র সরকারি চাকরি তাই এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন স্থানের বাসিন্দা হলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এমনকি ভারতীয় নাগরিক হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হলো আপনি এখানে চাকরি করার আগে অবশ্যই এগুলো ভালো করে জেনে নিন।

আবেদন পদ্ধতি:  খুবই সহজ পদ্ধতিতে এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের প্রথমে আবেদন পত্র তথা একটি বায়োডাটা বানাতে হবে এবং যার মধ্যে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ভালোভাবে উল্লেখ করতে হবে এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসের দরকার সেগুলো জেরক্স করে হেল্প করে আবেদনপত্রের সঙ্গে একত্রিত করতে হবে এবং সমস্ত কিছু একটি খামে ভোরে সেগুলো নিচের দেওয়া ঠিকানায় চাকরিপ্রার্থীদের জমা করতে হবে।

বায়োডাটার মধ্যে যে সমস্ত তথ্য দিতে হবে:

i) পুরো নাম

ii) পিতার পুরো নাম

iii) যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে

iv) স্থায়ী ঠিকানা

v) চিঠিপত্রের জন্য নির্দিষ্ট ঠিকানা

vi) জন্ম তারিখ তথ্য

vii) বয়স (01.07.2022 অনুযায়ী)

viii) সম্প্রদায়

ix) শিক্ষাগত যোগ্যতা

x) অভিজ্ঞতা

xi) প্রযুক্তিগত যোগ্যতা

xii) নাগরিকত্ব

xiii) অন্য কোন

পদের নাম: ভারতীয় পোস্ট অফিসের তরফে এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় পোস্ট অফিসে এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল – সুপারভাইজার।

বয়স:  এখানে আবেদন করতে হলে চাকরি- প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২২ থেকে ৩০ বছরের মধ্যে। তবে কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মপ্রার্থী হলে এখানে ৪০ বছর বয়স পর্যন্ত চাকরি- প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের কম্পিটিটিভ ট্রেড টেস্ট এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 35,400-1,12,400/- টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও চাকরিপ্রার্থীর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’.

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন পত্রটি প্রকাশিত হয়েছে ২০ জুলাই ২০২২ তারিখে এবং আবেদনপত্র প্রকাশিত হওয়ার ৬০ দিন অথবা দু মাসের মধ্যে আবেদন জমা করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা দেবেন:

1. মাধ্যমিকের এডমিট কার্ড

2. মাধ্যমিকের মার্কশীট

3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

4. ড্রাইভিং লাইসেন্স

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

6. অন্যান্য সার্টিফিকেট যদি থাকে

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন।


OFFICIAL NOTICE:CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment