ভারতীয় রেলের তরফ থেকে বিরাট বড়ো নিয়োগের সুখবর। কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা নয় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম পরীক্ষা নিরীক্ষা এমনকি কোনো ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে হাজার হাজার শূন্যপদে প্রতি মাসে মোটা টাকা স্টিপেন্ড সহ প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সেই করোনার আগে ২০১৯ সাল নাগাদ ভারতীয় রেলের তরফ থেকে ১ লক্ষ শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে দীর্ঘ তিন চার বছর কেটে গেল ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে এই ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মাঝে মধ্যে যাও বা কয়েকবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে শূন্যপদের সংখ্যা খুবই কম ছিল। তাই বেকার চাকরিপ্রার্থীদের সেভাবে চাকরির সুযোগ হয়নি। কিন্তু এবারে যেহেতু ভারতীয় রেল বিভাগে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় হাজার হাজার শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ হতে চলেছে তাই দেশের প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর কাছে এটি একটি সুবর্ন সুযোগ হয়ে উঠতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু সারা দেশ জুড়ে ভারতীয় রেল বিভাগে কর্মী নিয়োগ করা হবে তাই সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অন্তত পক্ষে মাধ্যমিক পাস যোগ্যতার পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিম্নে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
নিয়োগকারী দপ্তর :-
ভারতীয় রেল বিভাগের অধীনে থাকা মোট যে তিনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে মোট ৭,৯১৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-
• South Central Railway,
• North Western Railway
• South Eastern Railway
শূন্যপদের সংখ্যা:-
উপরিউক্ত এই তিনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মিলিয়ে মোট যে ৭,৯১৪ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে মধ্যে যে সেলে যতগুলি শূন্যপদ রয়েছে তা হল-
South Central Railway তে ৪,১০৩ টি, North Western Railway তে ২,০২৬ টি এবং South Eastern Railway তে ১,৭৮৫ টি।
শূন্যপদ গুলির নাম:-
ভারতীয় রেল বিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত এই তিনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মধ্যে যে সেলে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তা হল-
South Central Railway-
এই ডিভিশানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• AC Mechanic
• Carpenter
• Diesel Mechanic
• Electrician
• Electronic Mechanic
• Fitter
• Machinist
• Mechanic Machine Tool Maintenance
• Mill Wright Maintenance
• Painter
• Welder
North Western Railway-
এই ডিভিশানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Mechanic(Diesel)
• Electrician
• Welder
• Painter
• Machinist
• Fitter
• Carpenter
• Electronics Mechanic
• Tool and Die Maker
• Mechanic (Motor vehicle)
• Turner
• Sheet Metal Worker
• Laboratory Assistant
South Eastern Railway-
এই ডিভিশনে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Fitter
• Welder
• Electrician
• Carpenter
• Disel Mechanic
• Mechinist
• Painter
• Turner
• Refrigerator and AC Mechanic
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
ভারতীয় রেল বিভাগের অধীনে থাকা উপরিউক্ত তিনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে প্রকাশিত উপরিউক্ত প্রতিটি শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাছাড়াও NCVT/SCVT অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠান থেকে ITI কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। এবং প্রত্যেক ডিভিশানের প্রতিটি শূন্যপদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
আবেদন করার নিয়মাবলী:-
ভারতীয় রেল বিভাগের অধীনে থাকা এই তিনটি ডিভিশানের প্রত্যেকটি তেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে google search box এ যে যেই ডিভিশানের জন্য আবেদন করবেন সেই ডিভিশানের অফিসিয়াল ওয়েবসাইট যেমন South Central Railway এর ক্ষেত্রে www.scr.indianrailways.gov.in, North Western Railway এর ক্ষেত্রে www.rrcjaipur.in, এবং South Eastern Railway এর ক্ষেত্রে www.rrcser.co.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে সেখানে আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করুন।
৪) এরপর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি window open হবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করুন ও সেই সঙ্গে যে ট্রেডে প্রশিক্ষণ নিতে চান সেটিকে নির্বাচন করে OK করুন।
৫) এরপর এক এক করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে দিন।
৬) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে SC, ST, PwBD ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) ITI কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।
৭) এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৮) আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ITI কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে যে যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডে স্টিপেন্ড সহ এক বছরের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
ভারতীয় রেল বিভাগের অধীনে থাকা উপরিউক্ত তিনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মধ্যে যে সেলে যত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তা হল-
South Central Railway এর ক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৯ শে জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
North Western Railway এর ক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১০ ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
এবং South Eastern Railway এর ক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২ রা ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
OFFICIAL NOTICE: OFFICIAL NOTICE 1. OFFICIAL NOTICE 2. OFFICIAL NOTICE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE