দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। রাজ্যে WBPSC মাধ্যমে বিরাট বড় চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমিক গ্রুপ সি তথা খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিপুল পরিমাণে শূন্য পদ রয়েছে এবং যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এখানে অনলাইনে আবেদন জানাতে পারেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে সুখবর চলে এলো। এখানে চাকরি করতে চাইলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন। নিচের এই চাকরি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
পদের নাম: এখানে মূলত পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের খুবই অল্প শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে। তবে যে সমস্ত চাকরিপ্রার্থী সংরক্ষিত শ্রেণীর তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিবেন এবং যদি কারো আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি লগইন করে ফরম ফিলাপ করে আবেদন করবেন। আবেদন করার সময় অবশ্যই চাকরিপ্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড দিতে হবে এবং এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীদের বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার পাস করলে পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।