শুধুমাত্র মাধ্যমিক ফের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান কোলফিল্ড লিমিটেডের তরফে। এখানে ভারতের যেকোনো বাসিন্দাই আবেদন করতে পারবেন । আপনি যদি ভারতীয় নাগরিক হোন তাহলে আপনি এই চাকরির জন্য এক্ষুনি আবেদন করুন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। নিচে আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেগুলো ভালো করে বিস্তারিত দেখে তবে আবেদন করবেন।
পদের নাম: কোল্ড ফিল্ড স্টাফ Apprenticeship Training.
মোট শূন্যপদ: এখানে বিভিন্ন পদে মোট 539টি শূন্য পদ রয়েছে। এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- ইলেকট্রিশিয়ান – 190 জন
- ফিটার – 150
- যানবাহন মেকানিক মেরামত এবং রক্ষণাবেক্ষণ – 50
- COPA (কম্পিউটার) – 20
- মেশিনিস্ট – 10 জন
- টার্নার – 10
- ইলেকট্রনিক মেকানিক – 10
- প্লাম্বার – ০৭
- ফটোগ্রাফার – ০৩ জন
- ফুল ও ল্যান্ডস্কেপার – ০৫
- বুক বাইন্ডার – 02
- ছুতার – ০২টি
- ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান – 02
- খাদ্য উৎপাদন – 01
- আসবাবপত্র এবং কেবিনেট মেকার – 02
- গার্ডনার (মালি) – 10
- উদ্যানপালন সহকারী – ০৫ জন
- বৃদ্ধ বয়স পরিচর্যাকারী – 02
- চিত্রকর (সাধারণ) – ০২
- রিসেপশনিস্ট / হোটেল ক্লার্ক / ফ্রন্ট অফিস সহকারী – 02
- স্টুয়ার্ড – 06
- দর্জি – 02
- আপহোলস্টারার – 01
- সচিবালয় সহকারী – 05
- সিরদার (কোলিয়ারি) – ১০টি
- হিসাবরক্ষক/অ্যাকাউন্টস এক্সিকিউটিভ – ৩০ জন
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি তপশিলি জাতি বা তপশিলী উপজাতি হয়ে থাকে তাহলে 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি ওবিসি পার্থী হয়ে থাকেন তাহলে 3 বছর বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে এবং আপনি যে বিষয়ে জন্য আবেদন করবেন সেই বিষয়ে দক্ষ হতে হবে বা আইটিআই থাকতে হবে ।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করতে হবে ভালো করে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 5 ডিসেম্বরের 2021 মধ্যে আবেদন করতে হবে।
এই চাকরি সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেটা ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।