সমগ্ৰ ভারতের সেই সব বেকার চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো ও স্থায়ী পদে সরকারি চাকরির সন্ধানে রয়েছেন এমনকি বারবার বহু দপ্তরে চাকরির পরীক্ষাও দিয়েছেন কিন্তু সেই সব দপ্তরে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কোয়ালিফাইং মার্কস বেশ খানিকটা বেশি হওয়ার কারণে কোনোটিতেই উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য আজ আমাদের পত্রিকার তরফ থেকে এমন একটি কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগের খবর রয়েছে যেখানে লিখিত পরীক্ষার কোয়ালিফাইং মার্কস খুবই কম। এক্ষেত্রে আপনার শারীরিক সক্ষমতা কেই বেশি করে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং আপনি যদি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ ও বলিষ্ঠ চেহারার অধিকারী হন তাহলেই ব্যাস আপনাকে এই দপ্তরে চাকরি পাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। কারন আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ CISF নামক দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হওয়া হাজার হাজার কনস্টেবল শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়ে আপনাদের বিস্তারিত ভাবে জানাব। যেখানে সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জায়গার নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতার সকল বেকার চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুধু তাদেরকে ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সব কিছু বিশদে জেনে নেওয়া যাক।
মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ৭৭৮ টি শূন্য পদ রয়েছে। পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে সারা দেশ জুড়ে কয়েক হাজার কনস্টেবল শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
CISF কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-২৩ বছরের মধ্যে। তবে SC, ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর বয়স পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,৭০০-৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) সর্বপ্রথম আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট টিকে Open করতে হবে।
২) তারপর সেখানে প্রথমে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন Complete করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে এই দপ্তরের তরফ থেকে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে।
৪) এরপর সেই User Id ও Password দিয়ে Login করলে অনলাইন অ্যাপ্লিকেশান Format এর আকারে একটি window open হবে।
৫) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে ফর্মটিকে ফিলাপ করে ফেলুন।
৬) এরপর ফর্মের মধ্যে যে জায়গায় ফটো আপলোড করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
৭) এবং সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি আগে থেকে সাদা কাগজে করে রাখা সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
৮) সবশেষে আপনার মাধ্যমিক সহ অন্যান্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এবং অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Done।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ CISF কনস্টেবল পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রথমে সকলকে একটি কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশানের জন্য ডাকা হবে। তারপর এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের মেডিকেল ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে। এই মেডিকেল টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের শর্টলিস্ট করে সেই অনুযায়ী ই-মেইল বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ:-
এই দপ্তরে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া আজ অর্থাৎ ২১/১১/২০২২ তারিখ থেকে শুরু হল। তাই যারা আবেদন করতে চান তারা আর এক মূহুর্তও দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন আর স্থায়ী পদে ভালো মাইনের চাকরি করার স্বপ্ন পূরণ করুন।