মাধ্যমিক পাস যোগ্যতায় আবারো ভারতীয় ডাকবিভাগের কর্মী নিয়োগ | 10 Pass Post Office Group-C Recruitment

দেশের সকল ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে আবারও নতুন করে কিছু সংখ্যক শূন্যপদে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যে কোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা উভয় ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হলেও যে সব বেকার চাকরিপ্রার্থীরা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও সকলে এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।  নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি?

ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। 

আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা কত?

এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নির্ধারিত বয়সসীমা হল সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে। এই নির্ধারিত বয়সসীমার চেয়ে এক দিনও বেশি বয়স হলে সেই চাকরিপ্রার্থী এক্ষেত্রে আবেদনের জন্য যোগ্য নন।

মাসিক কত টাকা করে বেতন দেওয়া হবে?

সংশ্লিষ্ট শূন্যপদে নিযুক্ত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

কোন শূন্যপদে নিয়োগ করা হবে?

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে গ্ৰুপ ‘সি’ অর্থাৎ Staff Car Driver (Ordinary Grade) পদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য কি কি যোগ্যতা থাকতে হবে?

ভারতীয় ডাকবিভাগের অধীনে Staff Car Driver (Ordinary Grade) পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস করার পাশাপাশি Motor Mechanism এর বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেইসঙ্গে অবশ্যই হালকা ও ভারী সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চালানোর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও হালকা ও ভারী সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চালানোর অন্তত পক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও হোম গার্ড অথবা সিভিল ভলেন্টিয়ার্স পদে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে।

কিভাবে আবেদন করতে হবে?

ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর সেই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন। 

৩) প্রিন্ট আউট বের করে নেওয়ার পর সেখানে আবেদনকারীর নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স ঠিকানা, ট্রেডের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এরপর নির্দিষ্ট স্থান অনুযায়ী এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।

৫) এরপর একে একে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

৬) এরপর এই সবকিছু একসাথে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।

আবেদন পত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে?

অফলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) আধার কার্ড/ ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) বৈধ ড্রাইভিং লাইসেন্সের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সরাসরি ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ও স্কিল টেস্টে পারফরম্যান্স এর উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা কি?

ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদের জন্য অফলাইন আবেদন পত্র জমা নেওয়া গত ৩১/০৩/২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৪/০৪/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

      Dak Bhawan, New Delhi-110001

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment