আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ এমন এক সংস্থায় এমন এক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে না। শুধুমাত্র সাধারণ ভাবে একচান্সে মাধ্যমিক পাস করলেই আপনি এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নিয়োগকারী দপ্তরের নাম, শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ National Youth Corps এর অধীনে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্ৰামে গ্ৰামে কিছু সংখ্যক শূন্যপদে ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এখানে উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে কোনো আবেদনকারীর যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে ও সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয় তা হল এক্ষেত্রে কেবলমাত্র NYKS অনুমোদিত কোনো যুব ক্লাবের সদস্য হলেও তবেই সেই যুবক বা যুবতী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৩/২০২৩ অনুযায়ী ১৮-২৯ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে উক্ত পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://nyks.nic.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখান থেকে What’s New অপশনে গিয়ে Apply For NYV Selection অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর যে নতুন Window Open হবে সেখানকার বামদিকে থাকা অপশন গুলির মধ্যে থেকে আবারও Apply For NYV Selection অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর আরেকটি নতুন Window Open হবে সেখান থেকে Fill Form Online অপশনে ক্লিক করতে হবে এবং যে নতুন পেজ আসবে সেখানে বিভিন্ন রাজ্য ও জেলার নাম আসবে সেখান থেকে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যকে এবং যেই জেলার বাসিন্দা সেই জেলাকে নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫) এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের আকারে একটি Window Open হবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে ফর্মটিকে ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৬) সবশেষে এই পূরন করা আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট স্ক্যান করা।
৩) মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৬) NYKS অনুমোদিত কোনো ক্লাবের মেম্বার হয়ে থাকলে সেই মেম্বারশিপের প্রমান পত্র স্ক্যান করা।
৭) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৯) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি খতিয়ে দেখে যাদেরকে ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরকে SMS/E-mail/What’s App এর মাধ্যমে ম্যাসেজ করে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আবেদন পত্রের প্রিন্ট আউট, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ:-
রাজ্যের গ্ৰামে গ্ৰামে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৪/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন কারণ সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।