আপনি কি একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একটি ভালো সরকারি চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। কারন আজ আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এমন এক সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে না এমনকি কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না। ন্যুনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র একটি সাধারণ ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এখানে চাকরি পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের এই সুবর্ন সুযোগকে হাতছাড়া না করে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন আর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রনাধীন রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত Clarical পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে হলে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যা যা জানার সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।
৩) এরপর এই নোটিফিকেশনের ৪ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন অথবা www.malda.gov.in এ গিয়ে সেখান থেকেও এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে পারেন।
৪) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
৫) এছাড়াও নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন এটিও সঙ্গে করে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) আগে থেকে বানিয়ে রাখা বায়োডাটার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৮) আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্র।
৯) রিটায়ারমেন্ট সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
১০) PPO নম্বর লেখা প্রমান পত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে বেসিক কম্পিউটার নলেজ অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজি অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকারের একজন গ্ৰুপ ‘সি’ পদের অবসর প্রাপ্ত কর্মী হতে হবে।
বয়সের মাপদন্ড:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে।
বেতন কাঠামো:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে Clarical পদে কর্মী নিয়োগের জন্য আগামী ১১/০৪/২০২৩ বেলা ১১.৩০ মিনিট থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
Office Of The District Magistrate
and Collector, Malda, P.S-English
Bazar, P.O & Dist-Malda, Pin-732101.