আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী? লেখাপড়া শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত সফল হতে পারেননি? সেই কারণে বেকার সমস্যায় জর্জরিত? তাই কোনো লিখিত পরীক্ষার কম্পিটিশন ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে একটি সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে ধরে নিন সেই ধরনের চাকরির খোঁজ আপনি পেয়ে গেছেন। কারন আজ আমরা এমনই এক নিয়োগের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই একটু মন দিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ রাজ্য নগরজীবিকা মিশন স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে রাজ্যের মিউনিসিপ্যালিটি অফিস অর্থাৎ পৌরসভাতে কিছু সংখ্যক শূন্যপদে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা:-
এখানে উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে আবেদনকারীকে কমপক্ষে ৩ বছর স্বনির্ভর গোষ্ঠীর পঞ্চসূত্র অনুসরনকারী হিসেবে কাজ করে থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল এবং বুক কিপিং এর বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই অন্তত পক্ষে ৩ বছর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হিসেবে নিযুক্ত থাকতে হবে। তবে সি. এল. এফ এবং এ. এল. এফ এর পদাধিকারী, মাষ্টার ট্রেনার, আই.সি.ডি.এস কর্মী, আশা কর্মী বা অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা এখানে কোনো ভাবেই চাকরির জন্য আবেদন করতে পারবেন না।
বয়সসীমা:-
পশ্চিমবঙ্গ রাজ্য নগরজীবিকা মিশন স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
কাজের ধরন:-
উক্ত পদে নিযুক্ত কর্মীদের যে সব দায়িত্ব পালন করতে হবে সেগুলি হল-
১) নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে।
২) পঞ্চসূত্র মেনে গোষ্ঠী পরিচালনায় সহায়তা করতে হবে।
৩) হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গোষ্ঠী গুলিকে ব্যাঙ্ক লোন পেতে ও তা সঠিক সময় মতো পরিশোধ করতে সাহায্য করতে হবে।
৪) মাসিক কার্যপ্রনালী রিপোর্ট পৌরসভায় এবং CLF পদাধিকারীর কাছে জমা করতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর সেই নোটিফিকেশনের ২ নং পৃষ্ঠায় এই নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে আবেদন পত্রটিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর এক এক করে মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৫) এরপর পূরন করা আবেদন পত্র সহ এই জেরক্স কপি গুলি একসঙ্গে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে মেমারি পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর দপ্তর (NULM) এ ছুটির দিন বাদ দিয়ে যেকোনো কাজের দিনে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে গিয়ে আবেদন পত্র জমা করে আসতে হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স কপি।
২) রাজ্যের নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি।
৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হিসেবে নিযুক্ত থাকার প্রমাণ পত্রের এক কপি জেরক্স।
৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন প্রক্রিয়া:-
পশ্চিমবঙ্গ রাজ্য নগরজীবিকা মিশন স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
সংশ্লিষ্ট পদের জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই গত ৬/০২/২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৫/০২/২০২৩ পর্যন্ত। সুতরাং হাতে খুবই কম সময় রয়েছে তাই আর সময় নষ্ট না করে অতি দ্রুত আবেদন করে ফেলুন আর এই রকমই আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের কারেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।