সাধারণত ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা ভাবি যে সেনাবাহিনী পদে কর্মী নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও বেশিরভাগ সময়ই তাই হয়। তবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সম্প্রতি মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ ভাবে অফিসিয়াল কাজকর্ম পরিচালনার জন্য বেশ কিছু সংখ্যক গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের স্থায়ী পদে মোটা বেতনের চাকরিতে নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত HQ 22 Movement Control Group এর তরফ থেকে সারা দেশ জুড়ে বেশ কিছু রাজ্যে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• MTS(Safai wala)
• MTS(Messenger)
• Mess Waiter
• Barber
• Washer Man
• Masalchi
• Cooks
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-
MTS(Safai wala), MTS(Messenger), Mess Waiter, Barber-
এই চারটি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদ গুলিতে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
Washer Man-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও মিলিটারি এবং সিভিলিয়ান দের জামাকাপড় ভালো করে পরিস্কার করতে পারতে হবে।
Masalchi-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
Cooks-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে সব ধরনের ভারতীয় রান্না করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:-
উপরিউক্ত প্রতিটি শূন্যপদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC, EWS এবং ESM প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে MTS(Safai wala), MTS(Messenger), Mess Waiter, Barber, Washer Man এবং Masalchi পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং Cooks পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত HQ 22 Movement Control Group এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কারন এখানে অনলাইন আবেদনের কোনো রকম ব্যাবস্থা নেই। যে যে পদ্ধতি অনুসরণ করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের প্রথম পাতার ডানদিকে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে। এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৪) এরপর মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এবং তার সঙ্গে অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) এরপর এই পূরন করা আবেদন পত্র সহ সকল সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি একসঙ্গে একটি খামে ভরে খামের উপর ঠিকানা ও Application For The Post Of_(পদের নাম), “Catagory_” লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্র জমা করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা যদি থাকে।
৬) চশমা পড়া ছাড়া রিসেন্ট তোলা ছয় কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) যদি কোনো আবেদনকারী ইতিমধ্যেই কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের No Objection সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:-
এখানে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে প্রাকটিক্যাল ও ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছু মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান:-
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত HQ 22 Movement Control Group এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুনাচল প্রদেশ এবং মনিপুরের বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ করা হবে।
আবেদন করার সময়সীমা ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে ৩ রা মার্চ ২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। ঠিকানাটি হল-
To,
The Group Commander,
HQ 22 Movement Control Group,
C/O 99 APO, Pin-900328.