সমগ্ৰ ভারতের সেই সব বেকার চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো ও স্থায়ী পদে কেন্দ্রীয় সরকারি চাকরির সন্ধানে রয়েছেন এমনকি বারবার বহু দপ্তরে চাকরির পরীক্ষাও দিয়েছেন কিন্তু সেই সব দপ্তরে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কোয়ালিফাইং মার্কস বেশ খানিকটা বেশি হওয়ার কারণে কোনোটিতেই উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য আজ আমাদের পত্রিকার তরফ থেকে এমন একটি কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগের খবর রয়েছে যেখানে লিখিত পরীক্ষার কোয়ালিফাইং মার্কস খুবই কম এবং প্রশ্ন পত্রের মানও অন্যান্য দপ্তরের নিয়োগের পরীক্ষা গুলির তুলনায় বেশ অনেকখানি সহজ। সুতরাং একটু চেষ্টা করলেই আপনি এই দপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এক্ষেত্রে আপনার শারীরিক সক্ষমতা কেই বেশি করে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং আপনি যদি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ ও বলিষ্ঠ চেহারার অধিকারী হন তাহলেই ব্যাস আপনাকে এই দপ্তরে চাকরি পাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। কারন কেন্দ্রীয় সরকার অধীনস্থ CRPF নামক দপ্তরের পক্ষ থেকে ৯০০০ টি শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সেই বিষয়েই আজ আমরা আপনাদের বিস্তারিত ভাবে জানাব। যেখানে সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জায়গার ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল যোগ্যতার নারী পুরুষ নির্বিশেষে উভয় বেকার চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুধু তাদেরকে ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সব কিছু বিশদে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Central Reserve Police Force (CRPF) এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে মোট ৯,০০০ শূন্যপদে যে যে ধরনের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা হল-
• Constable (Technical)
• Constable (Tradesman)
উপরিউক্ত দুটি ক্যাটাগরিতে যে সব শূন্যপদে যতজন করে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Driver(২৩৭২ টি)
• Motor Mechanic Vehicle (৫৪৪ টি)
• Cobbler (১৫১ টি)
• Carpenter (১৩৯ টি)
• Tailor (২৪২ টি)
• Brass Band (১৭২ টি)
• Pipe Band (৫১ টি)
• Bugler (১৩৪০ টি)
• Garnder(৯২ টি)
• Painter(৫৬ টি)
• Cook/Water Carrier (২৪২৯ টি)
• Washerman (৪০৩ টি)
• Barber(৩০৩ টি)
• Safai Karmachari (৮১১ টি)
• Hair Dresser (১ টি)
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
উপরিউক্ত শূন্যপদ গুলির প্রতিটিতেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে একমাত্র Driver পদ ছাড়া বাকি সব পদ গুলির জন্য আবেদনের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১/০৮/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে। এবং Driver পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০৮/২০২৩ অনুযায়ী ১৮-২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং Ex-Serviceman এরা ৩ বের পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২১,৭০০-৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Central Reserve Police Force (CRPF) এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং যে যে ধাপের মধ্যে দিয়ে তাদেরকে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেগুলি হল-
• সর্বপ্রথম আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা google search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.crpfindia.com/www.crpf.nic.in লিখে search করতে হবে।
• এরপর ওয়েবসাইটে ঢুকে Apply now Option এ ক্লিক করতে হবে।
• এরপর একটি নতুন পেজ আসবে সেখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নিজের সম্পর্কে কিছু তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
• রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
• এরপর অ্যাপ্লিকেশান ফর্মের আকারে একটি নতুন পেজ আসবে সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিভাবকের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং যে পদের জন্য আবেদন করছেন সেটিকে Select করে Ok Option এ ক্লিক করতে হবে।
• এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর, এক কপি পাসপোর্ট সাইজের ফটোর এবং আগে থেকে করে রাখা একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে Ok করে Next button এ ক্লিক করতে হবে।
• এরপর আবেদন মূল্য হিসেবে General, OBC ও EWS ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে এক্ষেত্রে SC, ST এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
• সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং ফি এর রিসিপ্ট কপির সাদা A4 সাইজ পেপারে একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্র অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হলে আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
• দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
• মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
• মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।
• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
• আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে উল্লেখিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১/০৭/২০২৩ থেকে ১৩/০৭/২০২৩ তারিখ পর্যন্ত কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ:-
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলি পূরনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী ২৭/০৩/২০২৩ তারিখ থেকে শুরু হবে এবং তা চলবে আগামী ২৫/০৪/২০২৩ পর্যন্ত। সুতরাং আপনি যদি শারীরিক ভাবে ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যোগ্য হয়ে থাকেন তাহলে স্থায়ী পদে মোটা বেতনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই দপ্তরে চাকরির সুযোগ হাতছাড়া না করে আবেদন প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলবেন।