বেশ কিছু বছর ধরেই আমাদের রাজ্যের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিটি দপ্তরেই নিয়োগের ক্ষেত্রে দেখা দিচ্ছে চরম দুর্নীতি। আর তার ফলে একাধিক বার বিভিন্ন দপ্তরে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ও যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের বেকার চাকরিপ্রার্থীরা এই দুর্নীতির শিকার হয়ে চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। যার ফলস্বরূপ খুব স্বাভাবিক ভাবেই যত দিন যাচ্ছে ততই রাজ্য সরকারের উপর তাদের অনিহা ও ক্ষোভ চরম আকার ধারণ করছে। যা যখন তখন রাজ্য রাজনীতিতে তৃণমূল সরকারের ভীত নড়িয়ে দিতে পারে। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এই নির্বাচনে নিজেদের গদি টিকিয়ে রাখতে রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তরে স্বচ্ছ নিয়োগই যে রাজ্য রাজনীতিতে টিকে থাকার একমাত্র পথ তা ভালোকরেই বুঝতে পারছে রাজ্য সরকার। আর সেই কারণেই তা সে বিভিন্ন কর্মমুখী প্রকল্পই হোক বা বিভিন্ন স্থায়ী বা অস্থায়ী পদে কর্মী নিয়োগ সেই বিষয়ে বদ্ধ পরিকর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেই কারণেই কিছু মাস যাবৎ রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন ছোটো বড়ো দপ্তরে কর্মী নিয়োগের জন্য মাঝে মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর এবারে সেই নিয়োগ প্রক্রিয়ায় সংযোজিত হল রাজ্য বিদ্যুৎ দপ্তর। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে কোনো বেকার চাকরিপ্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার সন্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর তরফ থেকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন শূন্যপদ মিলিয়ে মোট ১৯৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট প্রতিটি শূন্যপদেই অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে হবে। তার জন্য আবেদনকারীদের WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsetcl.in এ গিয়ে সেখানে নিজের ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করতে হবে। তারপর যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে সবশেষে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে প্রতিটি পদের জন্যই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে এই প্রতিটি ধাপে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
শূন্যপদ গুলির নাম:-
WBSETCL এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-
* Assistant Manager(HR&A)
* Assistant Engineer(Electrical, IT&CS, Civil)
* Junior Executive(F&A, Stores)
* Junior Engineer Gr-II(Civil)
* Office Executive
* Technician Gr-III
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে উপরিউক্ত ট্রেড গুলির মধ্যে যে কোনো একটিতে B.E/B.Tech/Diploma কোর্স Complete করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলির প্রতিটিতেই আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হওয়া দরকার ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম:-
Assistant Engineer ক্যাটাগরির অন্তর্গত প্রতিটি পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Junior Executive ক্যাটাগরির অন্তর্গত প্রতিটি পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Junior Engineer পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৭,৪০০-১,০৮,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
* বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট।
* মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
* কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
* ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের আছে।
* এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
* আবেদনকারীর নিজের সিগনেচার।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-
West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী ২৬/০৪/২০২৩ থেকে শুরু হবে এবং তা প্রায় এক মাস অর্থাৎ ১৯/০৫/২০২৩ পর্যন্ত চলবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন।
আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির বিষয়ে কারেন্ট আপডেট পেতে চাইলে আমাদের বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট bengalpravakar.com এ নিয়মিত ভিজিট করবেন।