রাজ্যের জেলায় জেলায় ও BDO অফিসে মাধ্যমিক উত্তীর্ণ এবং অবতীর্ণ উভয় যোগ্যতায় কর্মী নিয়োগ | WB Govt Job Recruitment 2023

পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক উত্তীর্ণ ও অনুত্তীর্ণ বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি স্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আর তা হল রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যে আবারও নতুন করে বেশ কিছু সংখ্যক শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে সারা রাজ্যের যে কোনো জেলা থেকে সকল মাধ্যমিক উত্তীর্ণ বা অনুত্তীর্ণ বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন আর আবেদনের ক্ষেত্রে কি কি নিয়ম-কানুন ধার্য্য করা হয়েছে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

কোন শূন্যপদে নিয়োগ করা হবে?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের ব্লকে ব্লকে বেশ কিছু সংখ্যক শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।

এখানে চাকরির জন্য আবেদন করতে হলে কি ধরনের যোগ্যতা থাকতে হবে?

এখানে আশা কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তবে কেউ যদি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নাও হন তাহলে তিনিও এখানে চাকরির জন্য সমান ভাবে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে যারা আরও বেশি লেখাপড়া করেছেন তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য যোগ্য। তবে সেক্ষেত্রে তাদের উচ্চ শিক্ষায় প্রাপ্ত নম্বর আলাদা করে কোনো সুবিধা করতে পারবে না, কারন এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই প্রাধান্য দেওয়া হবে। এই আশা কর্মী পদে চাকরির করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন বিবাহিতা/বিধবা/স্বামী পরিত্যক্তা মহিলা হতে হবে। আবেদনকারী মহিলা যে ব্লকের হয়ে আবেদন করবেন তাকে সেই সংশ্লিষ্ট গ্ৰামের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারী মহিলা যদি গ্ৰেড ওয়ান ও গ্ৰেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা/প্রশিক্ষণ প্রাপ্ত রাই এবং লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে তিনি নিয়োগের ক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন।

কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে?

এক্ষেত্রে আবেদনকারী মহিলা চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে। তবে তপশিলী জাতি ও তপশিলী উপজাতি ভুক্ত মহিলারা ২২ বছর থেকে শুরু করে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করতে হবে?

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রকাশিত আশা কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। কারন এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন পত্র জমা দিতে হবে তা হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশানের ৬-৭ নম্বর পৃষ্ঠায় এই নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন। 

৩) একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন এবং সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নীল বা কালো কালির ডট পেন দিয়ে প্রয়োজন মতো তথ্য লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন। এবং ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।

৪) এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর প্রমানপত্র সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।

৫) এরপর এইসব প্রমান পত্রের জেরক্স কপি গুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

৬) এরপর এই সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলির সঙ্গে পূরণ করা আবেদন পত্র একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা এবং Application For The Post Of Asha___________Village Under __________Health Sub-Centre.  লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট/ রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে পারলেই আবেদন হয়ে যাবে। Village লেখার আগের শূন্যস্থানে আবেদনকারী যে গ্ৰামের হয়ে আবেদন করছেন অর্থাৎ তিনি যে গ্ৰামের বাসিন্দা সেটি লিখে এবং Health লেখার আগের শূন্যস্থানে যে হেলথ

 সেন্টারের হয়ে আবেদন করছেন তার নাম লিখতে হবে।

আবেদন পত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে?

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) দেশের এবং রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং রেশন কার্ডের এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা ‌।

৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।

৫) বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৮) একটি খালি খাম ও একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

৯) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা/প্রশিক্ষণ প্রাপ্ত রাই এবং লিঙ্ক ওয়ার্কার পদের সংশাপত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

কিভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে?

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।

কত তারিখের মধ্যে কোন ঠিকানায় আবেদন পত্র জমা দিতে হবে?

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রকাশিত আশা শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৩/০৩/২০২৩ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২০/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা শনিবার রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন বেলা ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

       Office Of The Block Development

       Officer, Joypur, Jhalda-I, Jhalda-II

       & Baghmundih Development Block.


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a Comment