রাজ্যে ক্লার্ক , গ্রুপ ডি অন্যান্য পদে প্রচুর কর্মী নিয়োগ | WB clerk and Group D recruitment

 

রাজ্যে ক্লার্ক , গ্রুপ ডি অন্যান্য পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে এশিয়াটিক সোসাইটি, কলকাতা তরফে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Assistant Librarian,
  • Lower Division Clerk,
  • Binder/ Mender,
  • Junior Attendant 

প্রত্যেকটি চাকরির জন্য আলাদা আলাদা যোগ্যতা দরকার। এখানে সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একেকটি চাকরির জন্য একেক রকম যোগ্যতা দরকার।

সরকারের নিয়ম অনুযায়ী এখানে মূল বেতনের সঙ্গে DA ও অন্যান্য ভাতার ব্যবস্থা করা আছে।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া থাকবে। আবেদন করার আগে অবশ্যই কি কি যোগ্যতা ও ডকুমেন্টস লাগবে সেগুলো ভালো করে দেখে নিবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে।


পোস্টের নাম
: Lower Division Clerk



বয়স
: চাকরি করতে হলে প্রার্থীকে অবশ্যই 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি sc.st.obc হন তাহলে বয়সের ছাড় পাবেন।


যোগ্যতা
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে।


পোস্টের নাম
: Binder/ Mender


বয়স
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি sc.st.obc হন তাহলে বয়সের ছাড় পাবেন।


যোগ্যতা
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই সপ্তম শ্রেণী পাস হতে হবে।


পোস্টের নাম: Junior Attendant


বয়স
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি sc.st.obc হন তাহলে বয়সের ছাড় পাবেন।


যোগ্যতা
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে।


পোস্টের নাম
: Assistant Librarian


বয়স
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 21 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি sc.st.obc হন তাহলে বয়সের ছাড় পাবেন।


যোগ্যতা
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই এমএ পাস হতে হবে।


আবেদন পদ্ধতি
: এখানে অবশ্যই আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি আবেদন করতে চান তাহলে আগে অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখানে নোটিফিকেশনটি দেখুন এবং তার পরে বিস্তারিত ভাবে জানার পরেই অনলাইনে আবেদন শুরু করুন।


Official Website
:–“https://asiaticsocietykolkata.org/

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment