রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নতুন স্থায়ী পদে সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সুতরাং আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো স্থায়ী সরকারি চাকরির সন্ধানে রয়েছেন আজকের এই প্রতিবেদনটি নেহাতই তাদের জন্য। তবে এখানে এমন কিছু শূন্যপদ রয়েছে যেগুলিতে উচ্চমাধ্যমিক পাস হলে তবেই আবেদন করা যাবে। সুতরাং একটু ধৈর্য ধরে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার সন্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নিন ও যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন।
শূন্যপদ গুলির নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে যে সব ধরনের গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• লোয়ার ডিভিশন ক্লার্ক
• মেসেঞ্জার
• স্টেনোগ্ৰাফার গ্ৰেড II
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
মেসেঞ্জার-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে অন্তত পক্ষে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে ও আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
স্টেনোগ্ৰাফার গ্ৰেড II-
এই পদের চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে মিনিটে অন্তত পক্ষে ৫০ টি ইংরেজি শব্দ ও ৬৫ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
১) সবার আগে এই প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) এরপর সেই নোটিফিকেশনের ৮-১৩ নং পৃষ্ঠা পর্যন্ত সাদা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেগুলি যথাযথ তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
৪) এরপর ফটো লাগানোর জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।
৫) এরপর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) সবশেষে এই সবকিছু একসাথে খামে ভরে খামের উপর নির্দিষ্ট স্থানের ঠিকানা লিখে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
যেসব প্রয়োজনীয় প্রমান পত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
নির্বাচন প্রক্রিয়া:-
এখানে প্রতিটি পদের জন্যই আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
উল্লেখ্য শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা আগামী ১৫/০৪/২০২৩ তারিখ পর্যন্ত চলবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা:-
উপরিউক্ত তিনটি পদের মধ্যে যে কোনো একটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👇
Colonel(General Staff),
Headquarters 111 Sub Area,
Bengdubi Military Station,
West Bengal, Pin- 734424.