সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সারা দেশ জুড়ে কেন্দ্রীয় খাদ্য দপ্তরের অধীনে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। এখানে মাসিক মোটা অংকের বেতনে কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে সকল নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন আর আবেদন প্রক্রিয়া সহ আরও অন্যান্য বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ে জেনে নিন।
নিয়োগকারী দপ্তরের নাম ও শূন্যপদের সংখ্যা:-
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া(FCI) এর তরফ থেকে সারা দেশ জুড়ে গ্ৰুপ ‘সি’ সহ অন্যান্য ধরনের পদ মিলিয়ে মোট ৬,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট প্রতিটি পদের জন্যই আবেদন করতে হলে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-
* প্রথমেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://fci.gov.in এ ভিজিট করতে হবে।
* তারপর সেখানে “Recruitment” ট্যাবে ক্লিক করতে হবে।
* তারপর “FCI Recruitment 2023” এ ক্লিক করতে হবে।
* এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটের আকারে একটি নতুন Window Open হবে সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।
* সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
* সবকিছু হয়ে যাওয়ার পর ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদ গুলির নাম:-
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) এর তরফ থেকে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-
* টাইপিস্ট
* স্টেনোগ্ৰাফার
* সহকারি গ্ৰেড
* জুনিয়র ইঞ্জিনিয়ার
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত যে কোনো পদেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়াও বাকি যে সব যোগ্যতা গুলি থাকতে হবে সেগুলির সন্বন্ধে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জেনে নিন।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
এখানে উল্লেখিত চারটি শূন্যপদের মধ্যে টাইপিস্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২২,০০০-৮৩,০০০ টাকা করে, স্টেনোগ্ৰাফার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৩,০০০-৮৯,০০০ টাকা করে, সহকারী গ্ৰেড পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,০০০-১,০০,০০০ টাকা করে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৯,০০০-১,১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
* বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
* মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
* কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
* কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
* এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
* আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
আবেদনের সময়সীমা:-
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১ লা এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং আগামী ২৮ শে এপ্রিল আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। তাই যারা আবেদন করতে চান তারা আর এক মূহুর্তও সময় নষ্ট না করে চটপট আবেদন করে ফেলুন।
OFFICIAL WEBSITE:CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE