পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য ফের একটি নতুন নিয়োগের সুসংবাদ। কেন্দ্রীয় সরকারের কৃষি অনুসন্ধান পরিষদের অধীনে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নেওয়া হবে বলে অফিসিয়াল নোটিফিকেশন মারফত জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকেই বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আলোচনা করা হল।
আবেদন প্রক্রিয়া:-
কৃষি অনুসন্ধান পরিষদের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-
* শুরুতেই এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
* তারপর সেই নোটিফিকেশানের ৪-৬ নং পৃষ্ঠা পর্যন্ত একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
* এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
* এবং একেবারে উপরের দিকে ডানপাশে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিতে হবে।
* এরপরে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে এবং সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
* সবশেষে আগে থেকে পূরণ করে রাখা অ্যাপ্লিকেশন ফর্ম স্ক্যান করে একটি PDF ফাইল এবং সমস্ত সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি স্ক্যান করে একটি আলাদা PDF ফাইল তৈরি করে এই দুটি ফাইলকে crijaf.interview@gmail.com এই ই-মেইল অ্যাড্রেসে নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
নিয়োগ পদ্ধতি:-
আগেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা:-
Indian Council of Agricultural Research এর নিয়ন্ত্রনাধীন ICAR Central Research Institute for Jute and Allied Fibers নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের অধীনেই গ্ৰুপ ‘সি’ লেভেলের পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
এই নিয়োগ কার্যের মধ্য দিয়ে মূলত দুই ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
• Project Associate
• Laboratory/Field Assistant
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ দুটির মধ্যে Project Associate পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Natural and Agriculture Science এ মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে ১-২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আর Laboratory/Field Assistant পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Natural and Agriculture Science এ ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে ১-২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় বয়সসীমা:-
সংশ্লিষ্ট পদ দুটির মধ্যে Project Associate পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এবং Laboratory/Field Assistant পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
বেতন কাঠামো:-
Project Associate পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০-৩১,০০০ টাকা পর্যন্ত এবং Laboratory/Field Assistant পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
ই-মেইল এর মাধ্যমে আবেদন করার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি সাবমিট করতে হবে সেগুলি হল-
* আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্রের অরিজিনাল কপি স্ক্যান করা।
* বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি স্ক্যান করা।
* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি স্ক্যান করা।
* মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি স্ক্যান করা।
* ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি স্ক্যান করা।
* সেলফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা ।
* আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
আবেদন করার শেষ তারিখ:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলির জন্য ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং তা আগামী কাল অর্থাৎ ১৩/০৫/২০২৩ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত চলবে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগের জন্য আগামী ১৭/০৫/২০২৩ সকাল ১০ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা আবেদন করার সময় যে সব ডকুমেন্টস গুলি জমা দেবেন সেই গুলিরই অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অন্তত আধ ঘন্টা আগে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে যাবেন। ঠিকানাটি হল-
ICAR-CRIJAF, Nilganj, Barrackpore,
Kolkata-700121.
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE