অবশেষে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক ও এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য এক বিরাট বড় সুখবর। হাইকোর্টের রাজ্য ধাক্কা খেলো এবং পার্শ্ব শিক্ষক ও এসএসকে এমএসকে শিক্ষকদের হলো জয় । হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে সম কাজে সম বেতন দেওয়া হবে।
পার্শ্বশিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল তারা সম কাজ করা সত্ত্বেও কেন তারা সমান বেতন পাচ্ছে না স্থায়ী শিক্ষকদের মত। অবশেষে এর উত্তর জানিয়ে দিলো হাইকোর্ট এবং রাজ্যকে এটা মানতে হবে এমনটাই জানানো হয়েছে ।সমস্ত পার্শ্বশিক্ষকদের সমকাজে সমবেতন দেওয়া হবে এবং এসএসকে এমএসকেরাও এর আওতায় পড়বে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, স্থায়ী শিক্ষকদের মতোই বর্ধমানের আংশিক সময়ের দুই শিক্ষককে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ‘বেসিক পে’ বা মূল বেতন দিতে হবে।
এবং মূল বেতনের যাবতীয় বকেয়া মেটাতে হবে হাইকোর্টের নির্দেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে।আংশিক সময়ের শিক্ষক বরুণকুমার ঘোষের আইনজীবী সৌমেনকুমার দত্ত ও সৌরভ দত্ত বুধবার জানান, ২০১৯ সালে ‘সমকাজে সমবেতন’ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।